মোদীর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে রেগে গেল শেখ রশিদের মাইক। দিল জোর বিদ্যুতের ঝটকা।

 

বাংলা হান্ট ডেস্ক: ভারত সরকার তথা নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকে রাগের পারদ চড়েছে পাকিস্তানের। একের পর এক কেরামতি করে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে গেছে পাক সরকার।অন্যদিকে  ভারতকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন পাক রেল মন্ত্রী শেখ রশিদ।কিন্তু শুক্রবার হলো এক মজার কাণ্ড! কাশ্মীর ইস্যু নিয়ে মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা ওই হুংকার ছাড়তে গিয়ে হাতের মাইক রাগ দেখিয়ে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল খেলেন পাক রেলমন্ত্রী।

IMG 20190830 231705

শুক্রবার কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে আধ ঘণ্টা দেশবাসীকে দাঁড়িয়ে থাকার আহ্বান করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান। ওই অনুষ্ঠানে বক্তব্য রেখে পাক রেলমন্ত্রী শেখ রশিদ বলেছিলেন, ‘তোমাদের মনোভাব আমরা জানি…’। এরপরই হাতের মাইক থেকে বিদ্যুতের ঝটকা খান শেখ রশিদ। বলে ওঠেন,’উফফ! কারেন্ট লেগে গিয়েছে। না না কিছু হয়নি। মোদী আমাকে পরাস্ত করতে পারবে না।’যদিও কিছুদিন আগেই তিনি হুংকার ছেড়ে বলেছিলেন “কাশ্মীরের পরিস্থিতি যুদ্ধ দিকে যেতে চলেছে। অক্টোবর-নভেম্বরেই যুদ্ধের আশঙ্কা রয়েছে।”

 

আন্তর্জাতিক মহলে সবরকম কূটনৈতিক চাল ব্যর্থ হওয়ার পর কার্যত মাথায় অনেকটা চাপ পড়েছে পাকিস্তান নেতাদের তাইজন্যই হয়ত এরকম ছোটখাটো ঝটকা খাওয়াই যায়।

সম্পর্কিত খবর