বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনা চোখ রাঙাচ্ছে। রোজই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশের সরকার, ডাক্তার এমনকি সাধারণ নাগরিকরাও মানুষের দিকে এই মহামারীতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তবে শুধু দেশের মানুষই না, বিদেশ থেকেও ভারতে করোনার জন্য সাহায্য পাঠানো হচ্ছে। আরব, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি থেকে আসছে অক্সিজেন। আরেকদিকে, গুগল, মাইক্রোসফট আর অ্যাপেলের মতো বৈশ্বিক সংস্থাগুলোও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
ভারতের বলি তারকা, ক্রিকেটাররাও করোনাকালে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বাদ যায়নি খেলোয়াড়রাও। একদিন আগে কলকাতা নাইট রাইডার্সে খেলা বিদেশি তারকা প্যাট কামিন্স পিএম কেয়ার্স ফান্ডে ৫০ হাজার মার্কিন ডলারের অনুদান দিয়েছেন। ওনার এই অনুদানের পর গোটা ভারতে ওনার প্রশংসা হয়েছে। আর এবার KKR এর আরেকজন তারকাও করোনার মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
KKR-এর নবাগত উইকেটকিপার শেল্ডন জ্যাকশন দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভিরের ফাউন্ডেশনে অনুদান দিয়ে করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। টুইটারে একটি পোস্ট করে জ্যাকসন লেখেন, ‘এই খারাপ সময়ে আমার প্রিয় দেশের মানুষের কষ্ট দেখে আমার হৃদয় ভারাক্রান্ত। মানুষের খারাপ সময় তাড়াতাড়ি কেটে যাওয়ার জন্য প্রার্থনা করছি। সবাইকে আবেদন করছি করোনার নিয়ম মেনে চলুন। বাড়ির বাইরে মাস্ক ছাড়া বের হবেন না।”
https://twitter.com/ShelJackson27/status/1386946755187683333
জ্যাকশনের টুইটের পর প্রাক্তন নাইট তারকা তথা অধিনায়ক গৌতম গম্ভীর একটি টুইট করে ধন্যবাদ জানান। গম্ভীর লেখেন, ‘এই দুঃসময়ে তোমার অনুদানের জন্য ধন্যবাদ জানাই। আমরা এই মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়ব।”
Thanks a lot @ShelJackson27 for your contribution to GGF in this hour of crisis. United we stand against this calamity. #InThisTogether @ggf_india
— Gautam Gambhir (@GautamGambhir) April 27, 2021