কারোর মুখ মনে রাখতে পারেন না, বিরল রোগ ধরা পড়ল শাহিদের ডেবিউ ছবির নায়িকা শেনাজের

বাংলাহান্ট ডেস্ক: আপনি কি খুব ভুলোমনা? সহজে কারোর নাম বা মুখ মনে রাখতে পারেন না? অনেক সময়ে নাক উঁচু বলেও কটাক্ষ শুনতে হয়। অভিনেত্রী শেনাজ ট্রেজারিও (Shenaz Treasury) ভেবেছিলেন তাঁর হয়তো স্মরণশক্তি কম। এমন হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু সম্প্রতি চিকিৎসকের সঙ্গে আলোচনা করার পর জগৎটাই বদলে গিয়েছে শেনাজের।

শেনাজকে চিনতে পারলেন? ২০০৩ সালে শাহিদ কাপুরের ডেবিউ ছবি ‘ইশক ভিশক’ এর নায়িকা ছিলেন তিনি। খুব বেশি ছবিতে অবশ‍্য তিনি অভিনয় করেননি। বছর ৪১ এর শেনাজ সম্প্রতি জানতে পেরেছেন তিনি এক বিরল মস্তিকের রোগে আক্রান্ত, যার নাম প্রোসোপ‍্যাগনোসিয়া (Prosopagnosia)। তিনি সহজে কারোর মুখ মনে রাখতে পারেন না, সে যদি বেশ পরিচিত ব‍্যক্তিও হয় তাও।

IMG 20220630 013227
প্রতিবেশী, বন্ধু, সহপাঠী, সহকর্মী কারোরই মুখ মনে রাখতে পারতেন না শেনাজ। পরিচিত মানুষদের চিনতে না পারলে প্রায়ই দাম্ভিক, নির্লিপ্ত এমন সব তকমা জুটত তাঁর। এতদিন তিনি ভাবতেন বোধহয় তিনিই বোকা। খুব লজ্জায় পড়তেন একজনকে আরেকজনের সঙ্গে গুলিয়ে ফেললে। এমনকি ঘনিষ্ঠ বন্ধুদেরও কয়েক বছর দেখা না হলে চিনতে পারেন না শেনাজ। এতদিনে বুঝেছেন এটা কেন হয়।

সোশ‍্যাল মিডিয়ায় অভিনেত্রী আরো বলেন, যাদের এই ধরনের রোগ আছে তারা মানুষের চুল দেখে মনে রাখে। কিন্তু কেউ হঠাৎ চুল কেটে ফেললে তাদের স্মৃতিটা গুলিয়ে যায়। তাই কটাক্ষ না করে, তাদের ভুল না বুঝে বরং একটু পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন শেনাজ।

প্রসঙ্গত, মডেলিং এবং ভিডিও জকি হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন শেনাজ। তেলুগু ছবি ‘এদুরুলেনি মানিসি’র হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। ইশক ভিশক ছাড়াও ডেলি বেলি ছবিতেও অভিনয় করেছেন শেনাজ।


Niranjana Nag

সম্পর্কিত খবর