গোপনাঙ্গ স্পর্শ করতে বলেছিলেন! সাজিদ খানের গ্রেফতারি চেয়ে পুলিসে FIR দায়ের করলেন শার্লিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিপদ পিছু ছাড়ছে না সাজিদ খানের (Sajid Khan)। বলিউডের এই প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। বছর কয়েক আগে দেশজুড়ে ‘মিটু’ আন্দোলনের সময়ে ফাঁস হতে থাকে সাজিদের একের পর এক কেচ্ছা। সে সময়ে পরিচালকের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। এবার যৌন হেনস্থার অভিযোগে সাজিদের বিরুদ্ধে পুলিসে এফআইআর দায়ের করলেন তিনি।

২০০৫ এ ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের জুহুর থানায় এফআইআর দায়ের করেছেন শার্লিন। সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন তিনি। স‌ংবাদ মাধ‍্যমকে শার্লিন বলেন, অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে পুলিসের তরফে প্রশ্ন আসে যে ঘটনাটা কবে ঘটেছিল। তিনি ২০০৫ সাল বলায় পুলিস পালটা প্রশ্ন করে, এতদিন মুখ বন্ধ রেখেছিলেন কেন? উত্তরে শার্লিন দাবি করেন, ওই সময়ে সাজিদ খানের মতো একটা বড় নামের বিরুদ্ধে এহেন অভিযোগ আনার মতো সাহস তাঁর ছিল না।

কিন্তু ২০১৮ সালে মিটু আন্দোলনের সময়ে যখন মহিলারা নিজেদের ভয়াবহ অভিজ্ঞতাগুলো প্রকাশ‍্যে আনছিলেন তখন সাহস এনে মুখ খোলেন শার্লিনও। তিনি প্রশ্ন তুলেছেন, ঘটনার কয়েক বছর পরেও কি কোনো মহিলা নিজের যন্ত্রণার কথা বলতে পারবে না? তখন তিনি ভয় পেয়েছিলেন ঠিকই, কিন্তু এখন আর পান না। সাজিদ খান হোক বা রাজ কুন্দ্রা, দোষ করলে তাঁদের বিরুদ্ধে সুর চড়াতে পারেন তিনি।

কয়েক বছর আগেই সাজিদ খানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন শার্লিন। দাবি করেছিলেন, ২০০৫ সালে যখন তিনি পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে অত‍্যন্ত অস্বস্তিজনক ব‍্যবহার করেছিলেন তিনি। নিজের পুরুষাঙ্গ বের করে শার্লিনকে স্পর্শ করার জন‍্য বলেছিলেন সাজিদ। অভিনেত্রী জানান, তাঁর বাবার মৃত‍্যুর কয়েকদিন পরেই ঘটেছিল এই ঘটনা। এমন ঘ‍্যণ‍্য মানসিকতার মানুষের জেল হওয়া উচিত, দাবি শার্লিনের।

সম্পর্কিত খবর

X