জোর করে চুমু খেয়েছিলেন রাজ, শিল্পা শেট্টি ও তাঁর স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন শার্লিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যার হাত ধরে পা রেখেছিলেন অ্যাডাল্ট ফিল্মের জগতে তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করলেন শার্লিন চোপড়া (sherlyn chopra)। রাজ কুন্দ্রার (raj kundra) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তিনি। সেই সঙ্গে শিল্পা শেট্টির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন শার্লিন।

গত এপ্রিল মাসে রাজ ও শিল্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি। এতদিন পর শার্লিন দাবি করলেন, রাজ নাকি তাঁর যৌন হেনস্থা করেছিলেন। জোর করে চুম্বন করেছেন তাঁকে রাজ। এ ঘটনা ২০১৯ সালের। শার্লিন জানান, সেবার তাঁর সহকারীকে ফোন করে রাজ জানান একটি অ্যাপ বানাতে চান তিনি শার্লিনের নামে।


এরপরেই একদিন সটান তাঁর বাড়িতে এসে হাজির হন রাজ। দুজনের মধ‍্যে বাগবিতন্ডা হয় অ্যাপ নিয়ে। এরপরেই নাকি রাজ জোর করে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন। শার্লিন বাধা দিলেও শোনেননি শোনেননি তিনি। সে সময় নাকি শিল্পার সঙ্গে দাম্পত‍্য জীবনে খুশি ছিলেন না রাজ। তা নিয়েও নাকি শার্লিনের কাছে দুঃখ করেছিলেন রাজ। গত মঙ্গলবার জুহু থানায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের আধিকারিকদের কাছে বয়ান রেকর্ড করেন শার্লিন।

এর আগে অবশ‍্য শার্লিন দাবি করেছিলেন তিনি রাজের জন‍্য ১৫-২০ টি সফট পর্ন ছবি করেছেন। এক একটি ছবির জন‍্য ৩০ লক্ষ করে টাকা তাঁকে রাজ দিয়েছেন বলে নিজের বয়ানে বলেছিলেন শার্লিন।

অপরদিকে গেহানা বশিষ্ঠ কটাক্ষ করেন, রাজের সঙ্গে কাজ করে যে পরিমাণ টাকা শার্লিন পেয়েছেন তার জন‍্য রাজকে তাঁর পুজো করা উচিত। এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শার্লিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গেহানা। তাঁর কথায়, “ওঁর (শার্লিন) কিছুই করার নেই তাই এসব করে নিজেকে লাইমলাইটে রাখতে চাইছেন। তাছাড়া যাতে অশ্লীল কনটেন্ট বানানোর জন‍্য ফাঁসতে না হয় সেজন‍্য এই কাণ্ড করছেন শার্লিন।”

এখানেই থামেননি গেহানা। তাঁর অভিযোগ, ২০১২ থেকে শুধু পর্ন আর অশ্লীল ভিডিও বানিয়ে রোজগার করছেন শার্লিন। এমনকি তিনিই নাকি রাজকে পর্ন দুনিয়ায় নিয়ে এসেছেন বলেও দাবি করেছেন গেহানা। কিন্তু এখন রাজের বিরুদ্ধেই কথা বলে প্রচারে আসতে চাইছেন শার্লিন।

সম্পর্কিত খবর

X