বাংলাহান্ট ডেস্ক: বলিউডে সেরা ছবিগুলির তালিকায় এখন অন্যতম নাম ‘শেরশাহ’ (shershaah)। ১২ অগাস্টের পর থেকেই সকলের মুখে মুখে ঘুরছে এই ছবির নাম। ওইদিনই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা (siddharth malhotra) ও কিয়ারা আডবানী (kiara advani) অভিনীত এই ছবি। কার্গিল যুদ্ধে শহিদ বীর ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনকাহিনি নিয়েই ছবির গল্প।
করোনা আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিটি। তাতে অবশ্য ক্ষতি কিছুই হয়নি। অনলাইনে মুক্তি পেয়েই একের পর এক পালক জুড়ছে শেরশাহের সাফল্যের মুকুটে। আর এবার ফের এক নতুন রেকর্ড গড়েছে এই ছবি। অ্যামাজন প্রাইমের ‘মোস্ট ওয়াচড’ ছবির তকমা পেয়েছে শেরশাহ। অর্থাৎ অ্যামাজন প্রাইমে সবথেকে বেশি বার দেখা হয়েছে ছবিটি।
খুশির খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে পর্দার ‘বিক্রম বাত্রা’ সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘শেরশাহের জন্য যে পরিমাণে ভালবাসা ও প্রশংসা পাচ্ছি তাতে আমরা আপ্লুত। সকলকে ধন্যবাদ অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিকে মোস্ট ওয়াচড ফিল্ম বানানোর জন্য।’
https://www.instagram.com/p/CTOlpeFtJb_/?utm_medium=copy_link
খুশি প্রযোজক করন জোহরও। ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে তিনি লেখেন, ‘অ্যামাজন প্রাইম ভিডিওতে আমরা এক নম্বর ফিল্ম। শেরশাহ যে পরিমাণে ভালবাসা ও সম্মান পেয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ, আপ্লুত। পর্দায় শেরশাহ এর বীরত্বের কাহিনি ফুটিয়ে তোলা আমাদের কাছে গর্বের বিষয়।’
https://www.instagram.com/p/CTOlom5pHe9/?utm_medium=copy_link
IMDb তে ৮.৯ রেটিং পেয়ে শেরশাহ এখনো পর্যন্ত সবথেকে বেশি রেটিং প্রাপ্ত হিন্দি ছবি। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। বিক্রম বাত্রা ওরফে শেরশাহের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। ওদিকে বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার (dimple cheema) চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানী।
বিক্রম-ডিম্পলের প্রেমকাহিনি চোখে জল এনে দিয়েছে সিনেপ্রেমীদের। শহিদ ক্যাপ্টেনের মৃত্যুর ২২ বছর পরেও তাঁদের সম্পর্ককে সম্মান জানিয়ে এখনো পর্যন্ত অবিবাহিত রয়ে গিয়েছেন ডিম্পল। এই অমর প্রেমকাহিনি বিশেষ সম্মান পেয়েছে দর্শক মহলে।