আঙুল কেটে রক্ত দিয়ে ডিম্পলকে সিঁদুর পরিয়েছিলেন শহিদ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রা, প্রথমে বিশ্বাসই করতে পারেননি ছবি নির্মাতারা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সেরা ছবিগুলির তালিকায় সাম্প্রতিক সংযোজন ‘শের শাহ’ (shershaah)। কার্গিল যুদ্ধে শহিদ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। বিক্রম বাত্রা ওরফে শেরশাহের চরিত্রে অনবদ‍্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। ওদিকে বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার (dimple cheema) চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানী (kiara advani)।

বিক্রম ডিমার প্রেমকাহিনি চোখে জল এনে দিয়েছে সিনেপ্রেমীদের। শহিদ ক‍্যাপ্টেন বিক্রমের প্রেমকে সম্মান জানাতে এখনো অবিবাহিতই থেকে গিয়েছেন ডিম্পল। এবার শেরশাহ এর চিত্রনাট‍্য লেখক সন্দীপ শ্রীবাস্তব ফাঁস করলেন এক নতুন তথ‍্য। নিজের আঙুল কেটে ডিম্পলকে সিঁদুর পরিয়েছিলেন বিক্রম বাত্রা। এই কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল বলে স্বীকার করেন লেখক।

sidharths bithday wish for kiara
সন্দীপ বলেন, “আমরা চেয়েছিলাম শেরশাহতে বুক চাপড়ানো দেশভক্তি না দেখাতে। বরং সবটাই সাধারন, যেমন বাস্তবে হয়েছিল তেমনটাই রাখতে। আর আমার মনে হয় এই জন‍্যই ছবিটি আজ এত ভালবাসা পাচ্ছে।” তিনি বলেন, ছবিটি কার্গিল যুদ্ধ নয় বরং শেরশাহ বিক্রম বাত্রার জীবনের উপর তৈরি। আর তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছেন ডিম্পল চিমা যিনি এখনো অবিবাহিত। তাই ওই অংশটা কোনো ভাবেই বাদ দেওয়া যেত না।

তাই নির্মাতারা এমন ভাবে যুদ্ধ এবং প্রেম ব‍্যালেন্স করেছিলেন যাতে পুরো ছবিটা দেখতে মন চাইবে দর্শকদের। আর তাতে যে তাঁরা সফল হয়েছেন তা বলা বাহুল‍্য। সন্দীপ জানান তিনি ছবির স্বার্থে ২-৩ বার ডিম্পল চিমার সঙ্গে দেখা করেছেন। তিনি বুঝেছিলেন তাঁদের প্রেম বেশ কিছু মাইলফলক পার করেছে। তাই শুরুর মাইলফলক থেকে শেষেরটায় পৌঁছাতে একটু কল্পনার সাহায‍্য তো নিতেই হত ছবির জন‍্য।

https://www.instagram.com/p/CS6QK0vgpgi/?utm_medium=copy_link

কিন্তু সন্দীপ অবাক হয়ে গিয়েছিলেন একটি তথ‍্য শুনে। ছবিতে দেখানো হয় বাসস্টপে নিজের হাতের আঙুল কেটে রক্ত দিয়ে ডিম্পলের সিঁথি রাঙিয়ে দিচ্ছেন ক‍্যাপ্টেন বিক্রম বাত্রা। প্রথমে সন্দীপ ভেবেছিলেন দৃশ‍্যটি মনগড়া। কিন্তু ডিম্পল নিজেই তাতে সায় দিয়েছিলেন। জানিয়েছিলেন এমনটা সত‍্যিই ঘটৈছিল। এরপরেই সন্দীপ জানান তিনি বিষয়টা লিখতে উদ‍্যোগী হয়েছিলেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর