বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের (India vs Australia test series) প্রথম ম্যাচটি ছিল অ্যাডিলেড ওভালে। এই দিনরাত্রি টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে 242 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে 191 রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হতেই বিপর্যয় নেমে আসে ভারতীয় দলে।
দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। কোন ভারতীয় ব্যাটসম্যান দুই সংখ্যার পৌঁছাতে পারেনি অর্থাৎ কোন ভারতীয় ব্যাটসম্যান 9 রানের বেশি করতে পারেনি বরং চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানের মত দলের সিনিয়র টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানরা শূন্য রানে ফিরে যান প্যাবিলিয়নে।
19/6 , the earliest 6 wickets India have lost in their test history.
Surrender kar diye bilkul yaar.
Par thodi umeed abhi bhi karni chahiye, kya pata, kuch jaadoo ho jaaye. pic.twitter.com/89r8z20ef8— Virender Sehwag (@virendersehwag) December 19, 2020
ভারতের এমন লজ্জা হারের পর টুইটারে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে ঠাট্টা করেছেন প্রাক্তন বিধ্বংসী ভারত ওপেনার বীরেন্দ্র শেওয়াগ।
টুইট করেছে শেওয়াগ লিখেছেন, ভারতীয় ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করল। আর ভারতের এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ভারত নিজেদের পুরনো টেস্ট রেকর্ড ভেঙে ফেলল। ভীরুর এমন মজাদার টুইটারের পর অনেকেই মজার মজার রিপ্লাই করেছেন কমেন্টে।