ফেসবুকে শি জিনপিং অনুবাদে অশ্লীল শব্দ ‘S**Hole’, গোটাবিশ্বে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ  চিনা প্রেসিডেন্টের নাম নিয়ে ফেসবুকে অশ্লীলতার কারণে শি জিনপিং-এর কাছে ক্ষমা চাইল ফেসবুক। অনিচ্ছাকৃত ভুলের জন্য এখন ফেসবুককে হাড়েহাড়ে টের হতে হচ্ছে। ফেসবুকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম নাকি ব্যঙ্গ করে বলা হয়েছে ‘মিস্টার শি**হোল’!  আসলে যেটা হয়েছে, বার্মিজ থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে গিয়ে এমনই শব্দ ফুটে উঠেছে ফেসবুকে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায় এমনকি গোটা বিশ্বে।

FacebookXi Jinping

প্রসঙ্গত, চিনা প্রেসিডেন্ট এই মুহুর্তে মায়ানমার সফরে রয়েছেন। দ্বিতীয় দিনে এই ভুল ধরা পড়েছে। এ দিন স্টেট কাউন্সিলর আং সান সুকি-র সঙ্গে একাধিক চুক্তি হয় শি জিনপিংয়ের। মায়ানমারে পরিকাঠামো শিল্পে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয় বেজিংয়ের তরফে। ফেসবুকে এই খবর বার্মিজ থেকে ইংরেজিতে অনুবাদ করতে গিয়েই ঘটে গিয়েছে চূড়ান্ত বিপত্তি। শি জিনপিংকে “মিস্টার শি**হোল’ বলে সম্বোধন করা হচ্ছে। ** এর জায়গায় বসে একটা বাজে অর্থের সৃষ্টি হয়েছে

শিটহোল মানে নোংরা জায়গা। এ ধরনের অশ্লীল শব্দ প্রয়োগে বিশ্বজুড়়ে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেয়, এটি অনিচ্ছাকৃত ভুল। যান্ত্রিক ত্রুটির কারণে তারা ক্ষমাপ্রার্থী। এই ভুল দ্রুত শুধরেও নেওয়া হয়েছে। এমকি আগামী দিনে যাতে এমন মারাত্মক ভুল না হয়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে চিনে ফেসবুককে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। যদিও এখনও চিনের অনেক জায়গা থেকে ফেসবুকে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

 


সম্পর্কিত খবর