মহারাষ্ট্রীয় বা ইসলামি রীতিতে নয়, নতুন ধরনের বিয়ের অনুষ্ঠান করে তাক লাগালেন ফারহান-শিবানী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ হয়েই গেল বিয়েটা। সাত জন্মের মতো একে অপরের সঙ্গে জুড়ে গেলেন ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী দান্ডেকর (Shibani Dandekar)। দীর্ঘদিনের প্রেম অবশেষে পরিণতি পেল বিয়েতে। জল্পনা অনুযায়ী, খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির বাগান বাড়িতে বিয়ে সারেন দুজনে। বর কনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবই শুধু উপস্থিত ছিলেন বিয়েতে।

‘সুকুন’ নামের বাগান বাড়িতে একেবারে ভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান করেছেন ফারহান শিবানী। লাল সাদা বডিকন পোশাকে সেজেছিলেন শিবানী। মাথায় লাল ওড়না। পাশে কালো টাক্সিডোতে দেখা গেল অভিনেতাকে। প্রথমে শোনা গিয়েছিল, মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুজনে।


কিন্তু পরে জানা যায়, মহারাষ্ট্রীয় বা ইসলামি কোনো রীতিতেই বিয়ে করেননি তাঁরা। বরং পরিবার পরিজনকে সাক্ষী রেখে নিজেদের লেখা শপথ বাক‍্য পাঠ করে বাকি জীবনটার জন‍্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন ফারহান শিবানী। অভিনেতার বাবা জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার একটি সুন্দর কবিতা পড়ে শুনিয়েছেন ছেলের বিয়েতে।


অথিথিদের তালিকায় ছিলেন ফারহানের বোন পরিচালক জোয়া আখতার, সপরিবারে হৃতিক রোশন, রিয়া চক্রবর্তীর মতো তারকারা। শোনা যাচ্ছে, প্রিয় বন্ধুর বিয়েতে নেচেওছেন হৃতিক। অন‍্যদিকে প্রাক বিয়ের অনুষ্ঠানেও প্রথম থেকে উপস্থিত ছিলেন শিবানীর প্রিয় বান্ধবী রিয়া চক্রবর্তী।  বিয়েতে তাঁর দেখা মিলল সাদা লেহেঙ্গায়।

https://www.instagram.com/reel/CaJ_i14Ah30/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CaJpmY4A8ea/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। দুই মেয়েও রয়েছে তাঁদের, শাক‍্যা ও আকিরা। ২০১৭ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। পরের বছরেই শিবানীর সঙ্গে সম্পর্কে জড়ান ফারহান।

হবু বৌমা শিবানীর প্রশংসা শোনা গিয়েছে জাভেদ আখতারের মুখেও। তাঁর মতে, শিবানী খুবই ভাল মেয়ে। পরিবারের সকলেই তাঁকে পছন্দ করে। বিশেষ করে ছেলে ফারহানের সঙ্গে শিবানীর রসায়ন খুব ভাল। তাতেই খুশি জাভেদ।

X