বেবি বাম্প নয়, পেটে ছিল মদ! মুখ খুললেন ফারহান-ঘরণী শিবানী দান্ডেকর

বাংলাহান্ট ডেস্ক: ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী দান্ডেকরের (Shibani Dandekar) বিয়ে নিয়ে চর্চা এখনো অব‍্যাহত। শুধু তাঁদের স্বপ্নালু বিয়ের অনুষ্ঠান, ছবির জন‍্য নয়। বিয়ের এক সপ্তাহের মাথাতেই ফারহান ঘরণীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও লাইমলাইট ঘুরিয়ে দিয়েছিল এই জুটির উপরে। অনেকে রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করেছিলেন ফারহান শিবানিকে।

গুঞ্জনের সূত্রপাত খাস বিয়ের দিন থেকে। গত ১৯ ফেব্রুয়ারি চারহাত এক হয় ফারহান শিবানীর। কোনো ধর্মীয় রীতি মেনে নয়, নিজেদের লেখা অঙ্গীকার পাঠ করেই একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেন তাঁরা। অনুষ্ঠানের ছবি ফাঁস হয়ে গিয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। সেখান থেকেই শুরু কানাঘুঁষো।

IMG 20220303 130722
আঁটোসাটো পোশাকে শিবানীর ঈষৎ স্ফীত পেট নজর কেড়ে নিয়েছিল অনেকেরই। পরবর্তীকালে কয়েকটি ফটোশুটের ছবিতেও শিবানীর বেবি বাম্প দেখা যাচ্ছে বলে দাবি করেছিলেন অনেকে। নিজেদের মতো হিসেব নিকেশ করেই শিবানীকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন নেটনাগরিকদের একাংশ।

তিনি কি আদৌ অন্তঃসত্ত্বা নাকি সবটাই গুজব? এতদিন পর অবশেষে মুখ খুললেন শিবানী। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে স্পষ্ট তাঁর পেটের পেশি। দীর্ঘ শরীরচর্চার ফলেই যে এই পর্যায়ে তিনি পৌঁছেছেন তা স্পষ্ট। শিবানী লিখেছেন, ‘আমি একজন নারী। আমি অন্তঃসত্ত্বা নই। ওটা টেকিলা ছিল।’

Screenshot 2022 03 03 12 49 45 290 com.instagram.android
বোনের পাশে দাঁড়িয়েছেন দিদি অপেক্ষা দান্ডেকরও। দাম্পত‍্য জীবনের জন‍্য শুভেচ্ছা জানিয়ে মজার সুরেই ধমক দিয়েছেন, ‘এবার অন্তত টেকিলাটা রাখো।’ প্রাক বিয়ের ছবিতে দেদারে মদ‍্যপান করতে দেখা গিয়েছিল শিবানীকে। এখন বোঝা গেল যেটাকে নেটনাগরিকরা ‘বেবি বাম্প’ ভেবেছিলেন সেটা আসলে মদ‍্যপানের সাইড এফেক্ট! বুঝুন কাণ্ড!

Niranjana Nag

সম্পর্কিত খবর