শিখা পাণ্ডের অবাস্তব ইনসুইং দেখে ‘থ” ক্রিকেট বিশ্ব, মিলল শতাব্দী সেরার আখ্যা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেট টিমের (Indian National Cricket Team) জোরে বোলার শিখা পাণ্ডের (Shikha Pandey) ইনসুইংয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে শিখার ইনসুইং আয়োজক দেশের ওপেনার অ্যালিসা হিলির উইকেট উড়িয়ে দেয়। শিখার এই বল যেই দেখছে, সেই অবাক হয়ে তাকিয়ে থাকছে।

অস্ট্রেলিয়ান ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই অ্যালিসা হিলি শিখা পাণ্ডের বলে চার মেরে খাতা খোলে। কিন্তু তাঁর পরের বলেই যেই চমক হয়, সেটা দেখে মাঠে উপস্থিত খেলোয়াড় থেকে শুরু করে ধারাভাষ্যকার ও গোটা ক্রিকেট বিশ্ব ‘থ” হয়ে যায়। শিখার দ্বিতীয় বল অফ সাইডের অনেক বাইরে পড়ার পর দ্রুত গতিতে ভিতরের দিকে ঢুকে মিডিল উইকেট উড়িয়ে দেয়। হিলি কিছু বুঝে ওঠার আগেই, তাঁর ইনিংস শেষ হয়ে যায়।

https://twitter.com/cricketcomau/status/1446776967760543749?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1446776967760543749%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.amarujala.com%2Fcricket%2Fcricket-news%2Findw-vs-ausw-indian-pacer-shikha-pandey-bowled-alyssa-healy-with-a-terrific-inswinger-delivery-video-goes-viral-as-ball-of-the-century

ক্রিকেট ডট কম ডট ইউ নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ওই বলের ভিডিও পোস্ট করে অবাক করা ইমোজির সঙ্গে লেখে, ‘অবাস্তব। বল কিভাবে নড়ল।” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর শিখার এই বলের ভিডিও পোস্ট করে শতাব্দীর সেরা বলের আখ্যা দিয়েছেন।

https://twitter.com/WasimJaffer14/status/1446781908474478593?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1446781908474478593%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.amarujala.com%2Fcricket%2Fcricket-news%2Findw-vs-ausw-indian-pacer-shikha-pandey-bowled-alyssa-healy-with-a-terrific-inswinger-delivery-video-goes-viral-as-ball-of-the-century

খেলার কথায় আসলে, ভারতীয় মহিলা ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে পরাজিত হয়। ভারতের দেওয়া ১১৯ রানের লক্ষ্য পূরণে নেমে অস্ট্রেলিয়ার টিম ৫ বল বাকি থাকতে ম্যাচ জয় করে নেয়। শিখা চার ওভার বল করে ২৭ রান দিয়ে একটি উইকেট নেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর