দাপট দেখিয়ে গুজরাটকে হারিয়ে টপ ফোরের আশা জিইয়ে রাখলো পাঞ্জাব কিংস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত ব্যাটিং, অসাধারণ বোলিং, সব বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে লিগ লিডার গুজরাটকে হারিয়ে পয়েন্টস টেবিলে এগোলো ময়ঙ্ক আগরওয়ালের পাঞ্জাব কিংস। গুজরাটের প্রথমে ব্যাট করে তোলা ১৪৩ রানের লক্ষ্য ৪ ওভার বাকি থাকতেই অর্জন করে নেয় পাঞ্জাব কিংস। দুরন্ত ব্যাটিং করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান।

প্রথমে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ১৭ বলে ২১ রান করে আউট হতেই চাপে পড়ে যায় গুজরাট। টানা ৭ওভার তারা কোনও বাউন্ডারি মারতে পারেননি। এর মাঝে তারা একে একে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারদের উইকেট হারায় তারা।

sudharshan

গুজরাটের হয়ে একার হাতে ইনিংসকে টানেন ভরদ্বাজ সুদর্শন। ৫০ বলে ৬৫ রান করেন তিনি। পাঞ্জাবের হয়ে অসাধারণ বোলিং করেন রাবাডা। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ টি উইকেট নেন। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, ঋষি ধাওয়ান এবং লিয়াম লিভিংস্টোন।

রান তাড়া করতে নেমে শুরুতে বেয়ারস্টোকে হারলেও শিখর ধাওয়ান এবং প্রমোদ রাজাপাকসার জুটি পরিস্থিতি সামলে নেয়। কখনও ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে দেয়নি এই দুজন। রাজাপাকসা ৪০ করে আউট হলেও শেষ অবধি থেকে ৫৩ বলে ৬২ রান করে দলের জয় নিশ্চিত করেন ধাওয়ান। লিভিংস্টোনের ১০ বলে ৩০ রানের দুরন্ত ইনিংস খেলে দলের রান রেটের অনেকটা উন্নতি করেন লিয়াম লিভিংস্টোন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর