ভারতীয় দলে নেই দুজনেই! কিন্তু ‘Calm Down’ গানের তালে নেটিজেনদের মন জিতে নিলেন শ্রেয়স ও ধাওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একজন ভারতীয় দলের পরিকল্পনা থেকে পাকাপাকিভাবে বাদ পড়ে গিয়েছেন। হয়তো ভারতীয় দলে আর তার সুযোগ হবে না কোনওদিন। অপরজন আপাতত চোটের কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন। কিন্তু তাদের সদ্য সামনে আসা ভিডিওতে ডান্স স্টেপস দেখে মনেই হবে না এই নিয়ে তারা চিন্তিত বা আশাহত। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। এইবার তাদের পোস্ট করা ভিডিওটি বেশ ভাইরাল হয়ে উঠেছে।

রেমা এবং সেলেনা গোমেজের গাওয়া ‘কাম ডাউন’ গানে কোমর দুলিয়েছেন দুই ভারতীয় তারকা। ভিডিওতে শ্রেয়াস আইয়ের এক চোরের ভূমিকায় অভিনয় করেছেন এবং তিনি ধাওয়ানের মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করছেন। ধাওয়ান তাকে আটকানো মাত্রই এই গানের লাইনের স্টেপস মিলিয়ে বেশ নজর কাড়া একটা পারফরম্যান্স উপহার দেন দুজনে। দুজনেই এই মুহূর্তে বাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেস সংক্রান্ত বিষয়ে ব্যস্ত রয়েছেন। সেখানেই তারা এই ভিডিওটি করেছেন।

এর আগেও দুজনকে আলাদা আলাদা বেশ কিছু এমন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। শিখর ধাওয়ান কখনো কখনো নিজের বাবার সাথেও এমন ভিডিও তৈরি করেন। শ্রেয়স আইয়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব যেমন যুজবেন্দ্র চাহাল, কখনো চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার সাথে এমন ডান্স ভিডিও তৈরি করেছেন।

শিখর ধাওয়ান গত বছরের শেষ দিকে বাংলাদেশ সিরিজের দলেও ছিলেন। কিন্তু সেখানে তার পারফরম‍্যান্স খুব একটা উন্নতমানের ছিল না। এরপর নতুন বছরে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য তার নাম আর বিবেচনা করা হয়নি। রোহিত শর্মা এবং শুভমান গিলকে আপাতত ভারতের নিয়মিত ওপেনারের ভূমিকায় ওডিআই বিশ্বকাপের বছরে।

অপরাধীকে শ্রেয়স আইয়ার দুরন্ত ছন্দে ছিলেন গত কিছু সময় ধরে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ আরম্ভ হওয়ার আগে পিঠের চোটের কারণে তিনি সেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে তার মাঠে নামা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি সম্ভবত দিল্লি টেস্টে মাঠে ফিরবেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর