IPL-এ নিজের ২০০তম ম্যাচে বড় কীর্তি ধাওয়ানের, স্পর্শ করলেন বিরাট কোহলির রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান সোমবার একটি বড় মাইফফলক ছুঁয়েছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ৬০০০ রান পূর্ণ করেছেন তিনি। এই মাইলফলক ছোয়ার জন্য তার আজ দরকার ছিল মাত্র ২ রান। এর ফলে বিরাট কোহলির প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগে এই বিশেষ কীর্তি স্থাপন করেছেন গব্বর।

ধাওয়ান আজ আইপিএলে তার ২০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন। পাঞ্জাব ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে মহেশ থিকসানার ডেলিভারিলে পুশ করে একটু সিঙ্গেল নিয়ে ৬০০০ রান ছুঁয়েছেন তিনি। আর আজ দুর্দান্ত ব্যাটিং করে দিনটিকে স্মরণীয়ও করে রাখলেন তিনি। পাঞ্জাব কিংসের ওপেনার আজ ব্যাট হাতে ৫৯ বল খেলে ৯ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৮৮ রান করেন। তাকে যোগ্য সঙ্গত দেন শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার রাজাপাকসা। ৩২ বল খেলে ৪২ রান করেন তিনি। শেষদিকে লিয়াম লিভিংস্টোনের ৭ বলে ১৯ রানের ক্যামিওতে ভর করে স্কোরবোর্ডে ১৮৭ রান তোলে পাঞ্জাব।

মিলিয়ন ডলার লিগে ১৫ তম সংস্করণে খেলা ৮ ইনিংসে, ধাওয়ানের নামে ৩০২ রান রয়েছে যার মধ্যে দুটি অর্ধশতক রয়েছে, যা তিনি যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেছেন। ধাওয়ানকে মেগা নিলামের সময় পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট ৮.২৫ কোটি টাকায় কিনেছিলেন, তার আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত দুটি শতরান এবং ৪৬ টি অর্ধশতরান করেছেন।

প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) অধিনায়ক কোহলি ৬৪০২ রান করে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে অনেকটা এগিয়ে আছেন। আজকের ইনিংসের পর ধাওয়ানের রানসংখ্যা ৬০৮৬। তার পরে যথাক্রমে রয়েছেন রোহিত শর্মা (৫৭২৫), ডেভিড ওয়ার্নার (৫৬৬৮) এবং সুরেশ রায়না (৫৫২৮)।


Reetabrata Deb

সম্পর্কিত খবর