আজ সৌরভ গাঙ্গুলি-উইলিয়ামসনকে টপকে বিরাট রেকর্ডের হাতছানি শিখর ধাওয়ানের সামনে

বাংলা হান্ট ডেস্কঃ আজ পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আজ দুপুর 1 টা বেজে 30 মিনিটে সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া, তাই আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ম্যাচ জিতে সিরিজ ফায়সালা করে ফেলতে চাই ভারত। অপরদিকে আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড।

আজকের এই ম্যাচে এক বিরাট রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত ওপেনার শিখর ধাওয়ান। গত ম্যাচে দুর্দান্ত 98 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন শিখর ধাওয়ান, আর এই ম্যাচেও শিখর ধাওয়ান এর সামনে এক বিরাট নজির গড়ার হাতছানি।

আজকের ম্যাচে 94 রান করতে পারলেই ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করবেন ভারত ওপেনার শিখর ধাওয়ান। আজকের ম্যাচে যদি ধাওয়ান এই রান করতে পারেন তাহলে বিরাট কোহলির পর তিনি সবচেয়ে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 6000 রানের মালিক হবেন।

Shikhar Dhawan vs ENG 1

বিরাট কোহলি ছয় হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন 136 ইনিংস। আর যদি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শিখর ধাওয়ান ছয় হাজার রান পূর্ণ করে ফেলেন তাহলে ধাওয়ান 138 তম ইনিংসে এই নজির গড়বেন। সেক্ষেত্রে ধাওয়ান টপকে যাবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও। উইলিয়ামসন 139 টি ইনিংসে 6000 রান পূর্ন করেছিলেন। এছাড়া প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকেও টপকে যাবেন ধাওয়ান। গাঙ্গুলি ওয়ানডে ক্রিকেটে 6000 রান পূর্ন করতে নিয়েছিলেন 147 টি ইনিংস।


Udayan Biswas

সম্পর্কিত খবর