টিটোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও নেই শিখর ধাওয়ান।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ প্রথমে ভারতীয় দলে নাম থাকার শর্তেও পরে সরে যেতে হয় ভারতের অন্যতম সেরা বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান কে। আর শোনা যাচ্ছে এবার ওয়ানডে সিরিজ থেকেও নাকি সরিয়ে নেওয়া হচ্ছে শিখর ধাওয়ান কে। কারণ তিনি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন নি। ওয়ানডে সিরিজে যদি শিখর ধাওয়ান বাদ পড়েন তাহলে সেই সিরিজে রোহিতের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে কে এল রাহুলকে।

প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে শিখর ধাওয়ানের নাম থাকলেও পরে চোটের জন্য তিনি ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে। ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পান তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আর সেজন্যই ওয়ানডে সিরিজেও অনেকেই ভেবেছিলেন যে হয়তো ধাওয়ানের পরিবর্তে সঞ্জু স্যামসাংকে দলে সুযোগ দেওয়া হবে, কিন্তু নির্বাচকরা জানিয়ে দিয়েছেন যে আপাতত সঞ্জু স্যামসন কে শুধুমাত্র টিটোয়েন্টিতেই রাখা হবে। তাই ওয়ানডে সিরিজে তার নাম থাকার সম্ভাবনা কম।

17364034899fa920584e89b18c4d5e865feb0e9ce

ভারতীয় নির্বাচকরা জানিয়েছেন যে ধাওয়ানের পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ দেওয়ার জন্য যে দুজনের নাম ভাবা হচ্ছে তারা হলেন একজন শুভমান গিল অপরজন মায়াঙ্ক আগারওয়াল।

Udayan Biswas

সম্পর্কিত খবর