বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের নতুন নির্বাচিত অধিনায়ক শিখর ধাওয়ান অসাধারণ ব্যাটিং করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ৩ রানের জন্য শতরান হাতছাড়া করেছেন। নিজের ১৮ তম শতরান হাতছাড়া হলেও ভারতীয় দলের জয়ে তার ৯৭ রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আগামীকাল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে এই ছন্দ ধরে রাখতে চাইবেন ভারতীয় দলের তারকা সিনিয়র ওপেনার। রবিবার তার সামনে সুযোগ রয়েছে একটি বড় মাইলফলক ছোঁয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে-তে সপ্তম ভারতীয় ব্যাটার হিসাবে ১০০০ রানের গন্ডি ছুঁয়ে ফেলার সুযোগ থাকছে গব্বরের সামনে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধাওয়ানের রান সংখ্যা ৯৪১।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ভারতীয়দের তালিকা
- বিরাট কোহলি: ৪২ ম্যাচে ২২৬১ রান
- রোহিত শর্মা: ৩৬ ম্যাচে ১৬০১ রান
- সচিন টেন্ডুলকার: ৩৯ ম্যাচে ১৫৭৩ রান
- রাহুল দ্রাবিড়: ৪০ ম্যাচে ১৩৪৮ রান
- সৌরভ গাঙ্গুলি: ২৭ ম্যাচে ১১৪২ রান
- মহেন্দ্র সিংহ ধোনি: ৩৯ ম্যাচে ১০০৫ রান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০ রান করা ভারতীয়দের মধ্যে এখন মাত্র দুজন সক্রিয়। তবে সেই রোহিত এবং বিরাট এই সিরিজে খেলছেন না। কিন্তু ধাওয়ানের সামনে সুযোগ থাকলে সেই তালিকার শেষে থাকা মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাওয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট ২৯ টি ম্যাচে ধাওয়ান ৩৪.৮৫ গড়ে ৯৪১ রান করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ধাওয়ানের সর্বোচ্চ স্কোর ১১৯ রান।