বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাকি রয়েছে ৩৪ টা দিন। আগামী মাসে এই সময় সকল দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে থাকবে অস্ট্রেলিয়ার মাটিতে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অবধি ষোলো দলের মধ্যে শ্রেষ্ঠত্ব শিরোপা ছিনিয়ে নেওয়ার এই লড়াই চলবে। কিন্তু সেই সময় অন্য ফরম্যাটের ক্রিকেট থেমে থাকছে না। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলা অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত বিশ্বকাপে অংশ নিতে। সেইসময় ভারতে খেলবে আরও একটি দল।
প্রোটিয়ারা ভারতের মাটিতে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পর একটি ওডিআই সিরিজের অংশ নেবে। কিন্তু সেই সিরিজে ভারতের সেইসব তারকার যারা বিশ্বকাপে যাচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকার সেইসব তারকার যারা অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন তারা থাকছেন না।
ওই সিরিজে রোহিত, রাহুল, বিরাটদের অনুপস্থিতিতে শিখর ধাওয়ান ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। হয়তো বিশ্বকাপের স্কোয়াডের অংশ থাকা সেই সমস্ত ক্রিকেটাররা এই সিরিজে অংশ নেবেন যারা বেশি ম্যাচ প্র্যাকটিস পাননি। তবে সেই ব্যাপারটিও এখনও নিশ্চিত নয়। আর এই দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ।
ভারত বনাম অস্ট্রেলিয়া, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ২০শে সেপ্টেম্বর (মঙ্গলবার), মোহালি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৩শে সেপ্টেম্বর (শুক্রবার), নাগপুর
তৃতীয় টি-টোয়েন্টি: ২৫শে সেপ্টেম্বর (শনিবার), হায়দরাবাদ
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ২৮শে সেপ্টেম্বর (বুধবার), তিরুঅনন্তপুরম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২রা অক্টোবর(রবিবার), গুয়াহাটি
তৃতীয় টি-টোয়েন্টি: ৪ঠা অক্টোবর (মঙ্গলবার), ইন্দোর
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সূচি:
প্রথম ওডিআই: ৬ই অক্টোবর (বৃহস্পতিবার), লখনউ
দ্বিতীয় ওডিআই: ৯ই অক্টোবর (রবিবার), গুয়াহাটি
তৃতীয় টি-টোয়েন্টি: ১১ই অক্টোবর (মঙ্গলবার), নয়াদিল্লি