৩-০ তে সিরিজ জিততে আজ দলে বড় পরিবর্তন করতে পারেন শিখর ধাওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। সিরিজ ইতিমধ্যেই জেতা হয়ে গিয়েছে প্রথম দুই ম্যাচের পর। তাই আজকের ম্যাচে কিছু পরিবর্তনে আশঙ্কা রয়েছে। কিন্তু প্রথম দুই ম্যাচে দেখা গেছে যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতকে। দুটি ম্যাচই লড়াই গড়িয়েছিল শেষ ওভার অবধি। তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিবর্তন করলে সিরিজে ৩-০ ফলে জেতা সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এবার শিখর ধাওয়ানের ভারতীয় ক্রিকেট দলের সামনে একটি বড় রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় ঢুকে যাওয়ার সুযোগ। আজ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও ভারতীয় অধিনায়কের নেতৃত্বে ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ওডিআই সিরিজে ক্লিন সুইপ করতে পারেনি। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সৌরভ, ধোনি, কোহলি, কপিল দেবদের নেতৃত্ব মিলিয়ে ভারতীয় দল মোট নটি ওডিআই সিরিজ খেলেছে। কিন্ত কোনোবারই তারা ক্লিন সুইপ করতে পারেননি। শিখর ধাওয়ানের সামনে আজ সেই সুযোগ থাকছে।

এই মুহূর্তে ভারতীয় দলের সকলেই ছন্দে রয়েছে। শুধুমাত্র একটি জায়গা নেই সমস্যা রয়েছে। সেই নির্দিষ্ট জায়গাটি হল ভারতীয় দলের দ্বিতীয় পেসারকে নিয়ে। মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর দুটি ম্যাচই প্রশংসনীয় পারফরমেন্স করেছেন। কিন্তু অপর পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণা এবং আবেশ খান কেউই খুব একটা প্রভাবিত করতে পারেননি। বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংয়ের চোট থাকায় তিনি ও মাঠে নামতে পারছেন না। তৃতীয় ম্যাচেও তিনি যে মাঠে নামতে পারবেন এমন কোনো সম্ভাবনা ভারতীয় দলের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে একেবারেই প্রভাবিত না করতে পারা আবেশ খানকে বসিয়ে আবার প্রসিদ্ধ কৃষ্ণাকে একাদশে ফেরত আনতে পারেন ধাওয়ান।

p krishna

তৃতীয় ম্যাচে ভারতীয় স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ

Reetabrata Deb

সম্পর্কিত খবর