লক্ষাধিক টাকা নিয়েও ধার মেটাতে নারাজ, মা-বোন সহ শিল্পাকে আদালতের দরজায় টেনে আনলেন ব‍্যবসায়ী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুঃসময় যেন কাটতেই চাইছে না শিল্পা শেট্টির (Shilpa Shetty)। স্বামী রাজ কুন্দ্রা পর্ন কাণ্ডে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু ভাগ‍্যদেবতা যেন কিছুতেই প্রসন্ন হচ্ছেন না তাঁদের উপরে। এবার শিল্পা, তাঁর মা সুনন্দা শেট্টি ও বোন শমিতা শেট্টির (Shamita Shetty) উপরে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। ঋণ পরিশোধ না করার অভিযোগে আদালতে তলব করা হয়েছে তিনজনকে।

সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে ২১ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগ তুলেছেন এক ব‍্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে অন্ধেরি আদালতের তরফে সমন পাঠানো হয়েছে দুই বোন ও তাঁদের মাকে। আগামী ২৮ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জানা যাচ্ছে, ওই ব‍্যবসায়ী একজন গাড়ি সংস্থার মালিক। তিনিই শিল্পাদের বিরুদ্ধে ২১ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, শিল্পার স্বর্গীয় বাবা তাঁর কাছ থেকে ওই টাকাটা ধার নিয়েছিলেন ২০১৫ সালে, যা ২০১৭ র জানুয়ারিতে সুদ সমেত ফেরত দেওয়ার কথা ছিল। বার্ষিক ১৮ শতাংশ সুদে টাকাটা ধার নিয়েছিলেন অভিনেত্রীর বাবা। পরবর্তীকালে তা মেটাতে পারেননি শিল্পা, সুনন্দারা।

২০১৬ সালেই প্রয়াত হন শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি। কিন্তু বাবার মৃত‍্যুর পর শিল্পা, শমিতারা ঋণ মেটাতে রাজি হননি। এমনকি টাকাটা যে ধার নেওয়া হয়েছিল তাও অস্বীকার করেন তাঁরা। যার ফলে এখন শেট্টি পরিবারের তিন মহিলাকে আদালত পর্যন্ত টেনে এনেছেন ওই ব‍্যবসায়ী।

সম্প্রতি নিজের একাধিক ফ্ল‍্যাট ও জুহুর বিলাসবহুল বাড়ির মালিকানা শিল্পাকে হস্তান্তর করে দিয়েছেন রাজ, সংবাদ মাধ‍্যম সূত্রে জানা গিয়েছে এমনটাই। প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার সম্পত্তি নাকি স্ত্রীর নামে লিখে দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, জুহুতে ওশন ভিউ নামে বিল্ডিংয়ের পাঁচটি ফ্ল‍্যাট শিল্পাকে হস্তান্তর করে দিয়েছেন রাজ।

পাশাপাশি বিল্ডিংয়ের গোটা বেসমেন্টটাই স্ত্রীর নামে লিখে দিয়েছেন তিনি। সূত্রের খবর বলছে, যে পরিমাণ সম্পত্তি রাজ শিল্পাকে হস্তান্তর করেছেন তা প্রায় ৫৯৯৬ বর্গফুটের মতো জায়গা। এখানেই নাকি আপাতত থাকছেন রাজ শিল্পা। নিন্দুকদের দাবি, পর্নের ব‍্যবসা করেই এত টাকা রোজগার করেছেন রাজ কুন্দ্রা।

X