‘ভুল করেছি’, রাজের গ্রেফতারির এক মাস পর উপলব্ধি শিল্পা শেট্টির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাজ কুন্দ্রার (raj kundra) গ্রেফতারির প‍র এক মাসের বেশি কেটে গিয়েছে। পর্ন ভিডিও তৈরি এবং মোবাইল অ্যাপের মাধ‍্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন ব‍্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁর গ্রেফতারির পর একটা লম্বা সময় সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন স্ত্রী শিল্পা শেট্টি (shilpa shetty)। তবে কিছুদিন হল আগের মতোই নেটমাধ‍্যমে পোস্ট শেয়ার করছেন তিনি। ফিরেছেন শুটিংয়েও।

বৃহস্পতিবার রাতে সোশ‍্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে নিজের ‘ভুল’ স্বীকার করলেন শিল্পা। একটি বইয়ের পৃষ্ঠার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে সোফিয়া লরেনের উক্তি লেখা, ‘ভুলের ভার সারাজীবন ধরে মানুষকে বহন করতে হয়।’ ভুলের বিষয়ে সেখানে আরো লেখা, ‘ভুল ছাড়া মানুষের জীবন উত্তেজনাপূর্ণ হয় না। আশা করা যায় সেগুলো এমন ভুল হবে না যা ভয়ঙ্কর বা অন‍্য মানুষকে কষ্ট দেয়। কিন্তু ভুল জীবনে থাকবেই।’


আরো লেখা, ‘ভুলগুলো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করতে পারি বা এগুলোকে জীবনের সবথেকে উত্তেজনাপূর্ণ, চ‍্যালেঞ্জিং অভিজ্ঞতা হিসেবেও দেখতে পারি। ভুল হিসেবে নয়, বরং ভুলগুলো থেকে আমরা কী শিখেছি। ভুল করলে নিজেকে ক্ষমা করে সেগুলো থেকে শিখবো।’ এর সঙ্গে শিল্পা নিজে লিখেছেন, ‘ভুল করেছি, কিন্তু ঠিক আছে।’


কিছুদিন আগেই কাজে ফিরেছেন শিল্পা। সুপার ডান্সার ৪ এর বিচারকের আসনে ছিলেন শিল্পা। কিন্তু রাজ গ্রেফতার হওয়ার পর থেকেই আর শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। শোনা গিয়েছিল শিল্পার জায়গায় অন‍্য কাউকে বিচারক হিসেবে আনার পরিকল্পনাও করছিলেন শোয়ের নির্মাতারা। কিন্তু বেশ কিছুদিনের বিরতির পর শিল্পা নিজেই ফের শুটিংয়ে যোগ দিলেন। গত ১৮ অগাস্ট শুটিংয়ে ফিরেছেন তিনি। প্রতিযোগী ও সহ বিচারকেরা শোতে ফের স্বাগত জানান শিল্পাকে।

সম্পর্কিত খবর

X