রাজকে ছাড়াই গণপতির আরাধনা শিল্পার, নিজে হাতে গণেশ মূর্তি বানালো তৈমুর! এক ঝলকে তারকাদের গণেশ চতুর্থী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গণেশ পুজোর আনন্দে মাতোয়ারা টিনসেল টাউন। করোনা আবহেই নিজের নিজের বাড়িতে ঘরোয়া ভাবে হচ্ছে গণপতির আরাধনা। তবে উৎসবের আমেজ কিন্তু রয়েছে ষোলো আনা। প‍্যান্ডেল গুলিতে চমক রোশনাই এর বালাই তুলনামূলক কম। তবে করোনা বিধি মেনেই গণপতি বাপ্পাকে বাড়িতে নিয়ে এসেছেন তারকারা।

যেসব বলি তারকাদের বাড়ির গণেশ পূজা বিশেষ ভাবে উল্লেখযোগ‍্য তাদের মধ‍্যে শিল্পা শেট্টি (shilpa shetty) একজন। তবে মাস কয়েক ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেত্রীর পরিবারের। পর্ন ভিডিও তৈরির অভিযোগে দু মাস হতে চলল জেলে রয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। দুই ছেলে মেয়েকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন তিনি। কিন্তু উৎসবের দিনে বাড়িতে পুজো হবে না তা কি হয়? তাই নিজেই গিয়ে লালবাগ থেকে গণপতিকে বাড়ি নিয়ে এসেছেন অভিনেত্রী।


এবারে ১১ বছরে পা দিল রাজ শিল্পার বাড়ির পুজো। কিন্তু এবারে অভিনেত্রীর পাশে নেই স্বামী রাজ। মনের কষ্ট মনেই চেপে রেখে একা হাতে পুজোর সমস্ত আয়োজন করেছেন অভিনেত্রী। এদিন দুটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিল্পা। সুন্দর করে সাজানো গণপতির সামনে দুই ছেলে মেয়ে ভিয়ান ও শমিষাকে নিয়ে বসে রয়েছেন শিল্পা।

ছেলে মেয়েদের মিষ্টি খাওয়াতে দেখা যাচ্ছে তাঁকে। ছোট্ট শমিষার সঙ্গে টুইনিং করে গোলাপি সাদা পোলকা ডট চুড়িদার পরেছেন শিল্পা। অপরদিকে নীল সাদা কুর্তা পাজামায় সেজেছে ভিয়ান। গণেশ মন্ত্র উচ্চারণ করে ক‍্যাপশনে শিল্পা লিখেছেন, ‘ওম গণ গণপতয়ে নমো নমহ! শ্রী সিদ্ধিবিনায়ক নমো নমহ! অষ্ট বিনায়ক নমো নমহ! গণপতি বাপ্পা মোরিয়া! আমাদের গণ্ণু রাজা আবার এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে, আমাদের একাদশ তম বছর’।

https://www.instagram.com/p/CTonD6irEgD/?utm_medium=copy_link

অন‍্যদিকে প্রতিবারের মতো এবারেও বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিলেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। প্রত‍্যেক বারই করিনার সঙ্গে পুজোয় যোগ দেন সইফ আলি খান ও তৈমুর। এবারে পুজোয় বেড়েছে আরো এক সদস‍্য, ছোট্ট জেহ। জাহাঙ্গীরের কিন্তু এটাই প্রথম বার গণেশ পুজো। এবারেও নিজে হাতে খেলার ক্লে দিয়ে গণপতির দুটি মূর্তি বানিয়েছে তৈমুর।

https://www.instagram.com/p/CToi269M1eB/?utm_medium=copy_link

সঙ্গে বাহন ছোট্ট ছোট্ট দুই ইঁদুর এবং প্রসাদ‍। সবটাই খেলার মাটি দিয়ে বানিয়েছে তৈমুর। পুজোর ছবির পাশাপাশি ছেলের বানানো গণপতির মূর্তির ছবিও শেয়ার করেছেন করিনা। গত বছরেও গণেশ চতুর্থীতে ছোট্ট তৈমুরের নিজের হাতে বানানো খেলনা গণেশের মূর্তিই পূজিত হয় কাপুর-খান পরিবারে। নিজের হাতেই খেলনা ‘লেগোস’ দিয়ে সুন্দর একটি গণেশের মূর্তি বানায় ছোট্ট তৈমুর। শুধু মূর্তি না, তার সামনে প্রসাদের থালা এমনকি বাবা মায়ের সঙ্গে নিজেরও ছোট ছোট পুতুল বানিয়ে সাজায় সে। সেই মূর্তিই পূজা করা হয়।

X