লকডাউনে গৃহবন্দি, পাঁচশ টাকা দিয়ে শিল্পাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন রাজ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র পাঁচশ টাকা হাতে ধরিয়ে শিল্পা শেট্টিকে (shilpa shetty)বাড়ি থেকে বের করে দিলেন স্বামী রাজ কুন্দ্রা (raj kundra)। বললেন বাপের বাড়ি চলে যেতে। স্ত্রীকে ধাক্কা মারতেও দেখা গেল তাঁকে। রাজের এমন মূর্তি দেখে মুখে কথা সরছে না শিল্পারও।
কিন্তু কি এমন হল যে এই আচরণ করলেন রাজ? লকডাউনে দাম্পত‍্য কলহ নাকি অন‍্য কোনও কারন? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক তাহলে। আসলে এই সবটাই মজার ছলে করা। গোটাটাই একটা টিকটক ভিডিও। শিল্পা ও রাজ দুজনে মিলেই বানিয়েছেন এই টিকটক।


ভিডিওতে রাজকে বলতে শোনা যায়, যদি তিনি লটারি জেতেন তাহলে শিল্পা কি করবেন। উত্তরে অভিনেত্রী বলেন, তাহলে লটারির টাকার অর্ধেক নিয়ে চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাবেন তিনি। ব‍্যস, এই সুযোগটারই অপেক্ষা করছিলেন রাজ। সঙ্গে সঙ্গে একটা পাঁচশ টাকার নোট স্ত্রীর হাতে ধরিয়ে তিনি বলেন, হাজার টাকা জিতেছেন লটারিতে। তাই পাঁচশ টাকা নিয়ে শিল্পা যেন বাপের বাড়ি চলে যায়।

https://www.instagram.com/p/B_xBk8DgDNx/?igshid=6o7953ponutr

স্বামী স্ত্রীর এই মজার টিকটক ভিডিও দেখে হাসি চাপতে পারেননি নেটিজেনরাও। আবার একজন এর মধ‍্যেই লক্ষ‍্য করেছেন ভিডিওতে হাতে উল্টো করে বই ধরেছেন অভিনেত্রী। সেই নিয়েও একপ্রস্থ হাসাহাসি হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B_4hw9lh3qv/?igshid=una2b40bvdm8

প্রসঙ্গত, অনেকেই জানেন টিকটক করতে খুবই ভালবাসেন শিল্পা। এর আগে একটি টিকটক ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছিল ভাংরা নাচছেন শিল্পা ও রাজ।

https://www.instagram.com/p/B_zfqd_hp48/?igshid=1ebs19saw4xxo

রাজের সঙ্গে শরীরচর্চারও ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা। ছেলে ভিয়ানকেও দেখা গিয়েছিল সেখানে। শিল্পা জানান, সকালে যখন তিনি ও রাজ শরীরচর্চা করেন তখন ভিয়ানকেও সঙ্গে নেন তাঁরা। এতে ভিয়ানও মজা পায়। শিল্পা ও রাজ জিম করেন, অপরদিকে ভিয়ান নিজের মতো খেলে বেড়ায়।

সম্পর্কিত খবর

X