জন্মদিনের পার্টিতে বলড্যান্স শিল্পা-শমিতার, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ২ ফেব্রুয়ারি ৪১-এ পা দিলেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। সেই উপলক্ষে বড় করে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন দিদি শিল্পা শেট্টি। সেই পার্টিতে বোনের সঙ্গে বলড্যান্স করতে দেখা গেল শিল্পাকে।

দুজনের পরনেই কালো পোশাক। শিল্পা ও শমিতার মিলের বিষয়ে অনেকেই জানেন। দিদি, জামাইবাবুর সঙ্গে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় শমিতাকে। দুই বোনের মধ্যে মিল ও ভালবাসা চোখে পড়ার মতো। তাই প্রিয় বোনের জন্মদিনে কিছু বিশেষ করবেন না শিল্পা তা কি হতে পারে?  ম্যাচিং পোশাক পরে ‘পহেলা নশা’র সুরে বলড্যান্স করলেন দুই বোন। বোনের হাত ধরে তাঁকে নাচের স্টেপ শেখাতেও দেখা গেল দিদিকে। দুই বোনের নাচ দেখে উপস্থিত অতিথিরাও প্রশংসায় ভরিয়ে দেন তাঁদের।

https://www.instagram.com/p/B8Ey8mxn4JO/?utm_source=ig_web_copy_link

এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন শমিতা। ইতিমধ্যেই ৩৬ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। নেটিজেনরাও প্রশংসা করেছেন দুই বোনের।

shilpa shetty and shamita 1525935696

প্রসঙ্গত, কেরিয়ারের প্রথম দিকে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন শমিতা শেট্টি। তাঁর ঝুলিতে রয়েছে ‘মহব্বতে’, ‘জহের’এর মতো ছবি। কিন্তু এরপর আর কোনও ছবিতেই তে্মন ছাপ ফেলতে পারেননি তিনি। অভিনয় জগৎ থেকে একপ্রকার বিদায়ই নিয়েছেন শমিতা। অপরদিকে ছেলে ভিয়ানের জন্মের পর অভিনয় থেকে অবসর নিয়েছেন শিল্পা। তবে যোগা, জিমের ভিডিওতে এখনও বেশ নজর কাড়েন তিনি। ছবিতে অভিনয় না করলেও এখনও একইরকম ঈর্ষনীয় শিল্পার ফিগার। তবে সম্প্রতি শোনা গিয়েছে বড়পর্দায় কামব্যাক করছেন তিনি। সৌজন্যে ‘হাঙ্গামা টু’। পরেশ রাওয়ালের বিপরীতে দেখা যাবে শিল্পাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর