দমকা হাওয়ায় উড়ল ফিনফিনে পোশাক, ক‍্যামেরার সামনেই ফাঁস শিল্পার লজ্জাজনক মুহূর্ত! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘সাহসী’ অভিনেত্রীদের মধ‍্যে একজন শিল্পা শেট্টি (shilpa shetty)। বোল্ড দৃশ‍্যে অভিনয় করে নয়, বরং স্বামী ও পরিবারের দুঃসময়ে মাথা উঁচু রেখে সমাজের সঙ্গে লড়াই করে নিজের সাহসের পরিচয় দিয়েছেন তিনি। এখন অবশ‍্য সুসময় ফিরেছে শিল্পা ও রাজের। তবুও ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে।

ফ‍্যাশন সেন্সের জন‍্য বরাবরই নজর কাড়েন শিল্পা। যোগাসনের মাধ‍্যমেই ফিট থাকার পরামর্শ দেন তিনি। সপ্রতিভ আচার আচরণের জন‍্য বেশ জনপ্রিয়তা রয়েছে শিল্পার। কিন্তু সম্প্রতি তাঁকেই পড়তে হল পোশাক বিভ্রাটের মুখে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

IMG 20220202 182510
একটি কমলা পোশাকে পাপারাৎজির জন‍্য পোজ দিচ্ছিলেন শিল্পা। দমকা হাওয়া দিতেই ফিনফিনে পোশাক উড়ে লজ্জার মুখে পড়েন তিনি। তড়িঘড়ি পোশাক ঠিক করতে ব‍্যস্ত হয়ে পড়েন শিল্পা। কিন্তু হাওয়ার দমকে বারে বারে উড়ে যেতে থাকে তাঁর অবাধ‍্য পোশাক।

ভিডিওটি ভাইরাল হতেই ট্রোল উড়ে এসেছে। একজন লিখেছেন, ‘এমন ভাবে নেকামো করছেন যেন এর আগে কখনো এই ধরনের পোশাক পরেননি।’ আরেকজনের বক্তব‍্য, দেখানোর জন‍্যই তো পোশাকটা পরেছেন শিল্পা। তাহলে এত লুকাচ্ছেন কেন? একজন নেটনাগরিকের দাবি, ইচ্ছা করেই এমন পোশাক পরেছেন অভিনেত্রী। এভাবেই প্রচার পায় তাঁর গোটা পরিবার।

https://www.instagram.com/reel/CZeByr7lZ4S/?utm_medium=copy_link

সম্প্রতি ‘বিগ বস সিজন ১৫’র ফিনালে পর্ব থেকে বাদ পড়েছেন শমিতা শেট্টি। জয়ের এতটা কাছাকাছি পৌঁছেও হার মানতে হয় তাঁকে। বিজয়ীর পুরস্কার ওঠে তেজস্বী প্রকাশের হাতে। তবে বোনের হার স্বীকার করে নিয়েছেন শিল্পা। তাঁকে বলতে শোনা যায়, “যাই হোক! ঈশ্বর সবার মালিক। উনি সব জানেন। উনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। তাই যা হয় ভালোর জন‍্য হয়।”

Niranjana Nag

সম্পর্কিত খবর