শমিতাকে ‘আন্টি’ বলেও বিজয়ী তেজস্বী, বোনের হার নিয়ে মুখ খুললেন শিল্পা

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য জানা গিয়েছে ‘বিগ বস ১৫’র বিজেতার নাম। দীর্ঘ লড়াইয়ের পর সেরার শিরোপা উঠেছে তেজস্বী প্রকাশের (tejasswi prakash) মাথায়। শমিতা শেট্টির (shamita shetty) মতো কড়া প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বাজিমাত করেছেন তেজস্বী। এতদূর এসে শমিতা যে শেষমেষ চতুর্থ হয়ে বিদায় নেবেন তা ভাবতে পারেননি তাঁর অনুরাগীরা। এমনকি হতাশ হয়েছেন শমিতার দিদি শিল্পা শেট্টিও (shilpa shetty)।

ফিনালের রাতে শোতে এসেছিলেন শিল্পা ও তাঁর মা। শোতে বরাবরই বোনকে সাহস যুগিয়ে গিয়েছেন অভিনেত্রী। এমন একটা সময়ে শমিতা বিগ বসে প্রবেশ করেছিলেন যখন তাঁর পরিবার টালমাটাল পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছে। জামাইবাবু রাজ কুন্দ্রার কলঙ্ক মাথায় নিয়েই ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শমিতা।


শোতে বহু জটিল পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। হার মানতে দেখা যায়নি শমিতাকে। কিন্তু চরম পর্যায়ে এসে তাঁকে যেভাবে টেক্কা দিয়ে বেরিয়ে গেলেন তেজস্বী, তাতে ক্ষুব্ধ দর্শকদের একাংশ। শমিতা শো থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সাংবাদিকদের সম্মুখীন হন শিল্পা।

তবে বোনের হার স্বীকার করে নিয়েছেন অভিনেত্রীকে। তাঁকে বলতে শোনা যায়, “যাই হোক! ঈশ্বর সবার মালিক। উনি সব জানেন। উনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। তাই যা হয় ভালোর জন‍্য হয়।” উল্লেখ‍্য, শোতে একবার শমিতার বয়স নিয়ে কটাক্ষ করেছিলেন তেজস্বী। তাঁকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন তিনি। তবুও বিজয়ীর ট্রোফি তিনিই পাওয়াতে বেশ বিরক্তই হয়েছেন একাধিক তারকা থেকে দর্শকরা।

https://www.instagram.com/reel/CZXO6t9F4rY/?utm_medium=copy_link

শো থেকে বেরিয়ে যাওয়ার পরেই পাপারাৎজির সম্মুখীন হন শমিতা। তাঁর সঙ্গে ছিলেন চর্চিত প্রেমিক রাকেশ বাপত। ক‍্যামেরার সামনেই শমিতার গালে চুম্বন করতে দেখা যায় তাঁকে। বিগ বসেই ঘনিষ্ঠ হয়েছিলেন দুজনে। কিন্তু মাঝপথেই শো ছেড়ে দেন রাকেশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর