প্রজাতন্ত্র দিবস নাকি স্বাধীনতা দিবস! সোশ‍্যাল মিডিয়ায় ভুল করে চরম ট্রোলড শিল্পা শেট্টি

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের (republic day) শুভেচ্ছা জানাতে গিয়ে তুমুল ট্রোলড (troll) হলেন শিল্পা শেট্টি (shilpa )। প্রজাতন্ত্র দিবসকে স্বাধীনতা দিবস লিখে নেটিজেনদের হাসির পাত্র হতে হল তাঁকে। তবে পরক্ষণেই টুইট মুছে ফেলেন তিনি। কিন্তু তাতেও বন্ধ হয়নি ট্রোল। আসলে অন‍্যান‍্য তারকাদের মতো শিল্পাও সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান অনুরাগীদের। কিন্তু প্রজাতন্ত্র দিবস না লিখে ভুলবশত স্বাধীনতা দিবস লিখে শুভেচ্ছা জানিয়ে ফেলেন অভিনেত্রী। সেই টুইট ভাইরাল হতেই শুরু হয় ট্রোল।

তুমুল হাসি মশকরা শুরু করে নেটিজেনরা। অনেকে প্রশ্ন করেন, আদৌ স্কুলে পরেছেন তো শিল্পা? আবার অনেকে কটাক্ষ করে বলেন, আগামী স্বাধীনতা দিবসে যেন ভুল করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা না জানিয়ে ফেলেন অভিনেত্রী। তবে টুইটটি ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তা মুছে ফেলে সংশোধিত টুইট করেন শিল্পা।
অপরদিকে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। ছেলে ভিয়ানকে সঙ্গে নিয়ে এই কাজে এগিয়ে আসেন তিনি। রাজের এই মহানুভবতায় প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর হাঙ্গামা ২ ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন শিল্পা শেট্টি। হাঙ্গামা ছবির সিকুয়েল হল হাঙ্গামা ২। প্রথম ছবিতে দেখা গিয়েছিল পরেশ রাওয়াল, সোমা আনন্দ, অক্ষয় খান্না, আফতাব শিবদাসানি ও রিমি সেনকে। হাঙ্গামা ২ তেও রয়েছেন পরেশ রাওয়াল। এছাড়াও দেখা যাবে শিল্পা শেট্টি কুন্দ্রা, মিজান জাফরি ও প্রণিতা সুভাষকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন।

একটা সময় বলিউডে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন শিল্পা শেট্টী। একের পর এক ছবিতে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন তিনি। হিটও হয়েছিল সেই সব ছবি। তবে ছেলের জন্মের পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। কিন্তু ছোটপর্দায় বহুবার দেখা গিয়েছে তাঁকে। বেশ কয়েকটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।

সম্পর্কিত খবর