বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক মাসে অনেক ঝড় ঝাপটা গিয়েছে শিল্পা শেট্টির (shilpa shetty) উপর দিয়ে। পর্ন কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা (raj kundra) গ্রেফতার হওয়ার পর থেকেই নেটিজেনদের একটা বড় অংশের সমালোচনার শিকার হয়েছিলেন অভিনেত্রী। এক মাস আগে জামিন পেয়েছেন রাজ। অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন শিল্পাও। তবে ওই ঘটনার পর থেকে রাজের থেকে দূরত্ব বজায় রেখেই চলতে দেখা যাচ্ছে শিল্পাকে।
এবার সপ্তাহান্তে দুই ছেলে মেয়ে ভিয়ান ও সমিশাকে নিয়ে ছোট্ট ভ্যাকেশনের জন্য আলিবাগ পাড়ি দিলেন শিল্পা। সঙ্গে গেলেন অভিনেত্রীর মা সুনন্দা শেট্টিও। মান্ডওয়া জেটিতে পাপারাৎজির ক্যামেরাবন্দি হলেন সকলে। এদিন একটি হালকা নীল রঙা শার্ট ড্রেসে দেখা গেল শিল্পাকে। তাঁর কোলে ছিল গোলাপি ফ্রক পরা ছোট্ট সমিশা। ভিয়ানকে দেখা গেল সাদা ও ক্রিম রঙা টিশার্ট ও টাই ডাই প্রিন্টের ডেনিম শর্টসে।
কিন্তু এদিন তাঁদের সঙ্গে দেখা যায়নি রাজকে। ছবি ভাইরাল হতে সেই প্রসঙ্গ তুলেই ট্রোল শুরু করেছেন নেটিজেনরা। ‘রাজ কুন্দ্রা কোথায়?’, ‘রাজ কেন মুখ লুকিয়ে ঘরে বসে রয়েছেন?’ এমন সব প্রশ্ন উড়ে এসেছে কমেন্ট বক্সে। একজন লিখেছেন, সমিশাকে পুরোই বাবা রাজের মতো দেখতে হয়েছে। আবার আরেকজন প্রশ্ন করেছেন, এবারে আর রাজের জন্য করবা চৌথের ব্রত রাখবেন না শিল্পা?
সম্প্রতি রাজ শিল্পার বিরুদ্ধে ভুয়ো এবং অশ্লীল অভিযোগ আনার জন্য মানহানির মামলার নোটিস পেয়েছেন শার্লিন চোপড়া। নোটিসে লেখা হয়েছে, ‘রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে শার্লিন চোপড়া যা যা অভিযোগ এনেছেন সমস্তই ভুয়ো, ভিত্তিহীন, প্রমাণছাড়া, এমনকি শার্লিন চোপড়া না জেনেই অভিযোগ করেছেন। মানহানি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্যই এটা করা হয়েছে’।
https://www.instagram.com/p/CVXPZofqt2j/?utm_medium=copy_link
নোটিসে আরো বলা হয়েছে, জে এল স্ট্রিম অ্যাপের আবিষ্কর্তা হলেন রাজ কুন্দ্রা। এই অ্যাপের মাধ্যমে নিজেদের প্রিয় ইনফ্লুয়েন্সারের সঙ্গে অনুরাগীরা দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন এবং তাদের কনটেন্ট দেখতেও পারবেন। কিন্তু রাজের এই অ্যাপের সঙ্গে শিল্পার কোনো যোগসূত্র নেই। কিন্তু শার্লিন প্রচার পাওয়ার জন্য জোর করে শিল্পার নাম এই অ্যাপের সঙ্গে জুড়ে দিচ্ছেন।
গত এপ্রিল মাসে রাজ ও শিল্পার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা দায়ের করেছিলেন শার্লিন। এতদিন পর তিনি দাবি করলেন, রাজ নাকি তাঁর যৌন হেনস্থা করেছিলেন। জোর করে চুম্বন করেছেন তাঁকে রাজ।