পাশে আছি, বিয়ের ১২ বছর পূর্ণ করে ‘কুকি’কে আদুরে শুভেচ্ছা শিল্পার

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় তীব্র গুঞ্জন রাজ কুন্দ্রা (raj kundra) ও শিল্পা শেট্টির (shilpa shetty) বিয়ে নিয়ে। পর্ন কাণ্ডের পরেই নাকি সন্তানদের নিয়ে নাকি রাজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শিল্পা। এমনি হাজার জল্পনা কল্পনায় যখন ব‍্যস্ত নেটনাগরিকরা তখনি হাত ধরাধরি করে হিমাচলের মন্দিরে পুজো দিতে যান রাজ শিল্পা। আর এবারে বিবাহ বার্ষিকীতে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, যাই হয়ে যাক না কেন রাজের সঙ্গ তিনি ছাড়বেন না।

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে স্মৃতির অতলে ডুব দিয়েছেন শিল্পা। সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘১২ বছর আগে এই দিন এবং এই মুহূর্তে আমরা একটি প্রতিশ্রুতি পালন করার কথা বলেছিলাম, ভাল সময় ও খারাপ সময় একসঙ্গে কাটানোর, ভালবাসায় ও ঈশ্বরে বিশ্বাস রাখা যাতে তিনি সঠিক পথটা দেখান, পাশে পাশে থেকে, প্রত‍্যেকদিন। ১২ বছর আর গোনা ছেড়ে দিয়েছি, শুভ বিবাহ বার্ষিকী কুকি! আরো রামধনু, হাসি, মাইলফলক এবং আমাদের অমূল‍্য ধন, আমাদের সন্তানদের জন‍্য। আমাদের সমস্ত শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা আমাদের সঙ্গে কঠিন সময়ে থেকেছেন।’

raj kundra shilpa
সোশ‍্যাল মিডিয়ায় সম্প্রতি ফের রাজ শিল্পার বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সংবাদ মাধ‍্যমের একাংশের দাবি, খুব শীঘ্রই নাকি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। তবে অপর অংশের দাবি, রাজ শিল্পা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন জানেন। পর্ন কাণ্ডের পর অভিনেত্রী ভেঙে পড়েছিলেন ঠিকই, কিন্তু তাঁদের বন্ধন ভাঙেনি। তাই বিচ্ছেদেরও কোনো প্রশ্ন নেই।

https://www.instagram.com/p/CWjFNh3rGDl/?utm_medium=copy_link

তার প্রমাণও অবশ‍্য মিলেছে। রাজ বাড়ি ফেরার পর করবা চৌথ পালন করতে দেখা গিয়েছিল শিল্পাকে। এখনো নিজের ইনস্টা হ‍্যান্ডেলে রাজের সঙ্গে কোনো ছবি প্রকাশ‍্যে না আনলেও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের হিমাচল ভ্রমণের ছবি।

হিমাচলের জ্বালাজি দেবী এবং মা চামুণ্ডা দেবী মন্দিরে পুজো দেন শিল্পা ও রাজ। ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীর হাত নিজের হাতে শক্ত করে ধরে রেখেছিলেন রাজ। দুজনেই টুইনিং করে পরেছিলেন হলুদ পোশাক। শিল্পাকে দেখা গিয়েছিল হলুদ চুড়িদারে। পাশে হলুদ কুর্তা ও সাদা পাজামায় রাজ। স্থানীয় লোকজনদের সঙ্গে ছবির জন‍্য পোজও দেন রাজ শিল্পা। মুহূর্তে ভাইরাল হয় ছবিগুলি। আর এবারে এই পোস্টের মাধ‍্যমেই সবটা স্পষ্ট করে দিলেন শিল্পা। উল্লেখ‍্য, পর্ন কাণ্ডের পর এই প্রথম রাজকে নিয়ে কোনো পোস্ট শেয়ার করলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর