বাংলাহান্ট ডেস্ক: শিবসেনার (shiv sena) সঙ্গে বিবাদের জেরে কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে আসছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় অভিনেত্রীর বিরুদ্ধে রীতিমতো ক্ষেপে উঠেছে মুম্বইবাসী। এরই মাঝে অভিনেত্রী শিল্পা শিন্ডে (shilpa shinde) একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কঙ্গনার পোস্টারে কয়েকজন মহিলা জুতো মারছেন।
ভিডিওটি শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘মহিলারাই মহিলাদের শত্রু। এই মহিলারা কত টাকা পেয়েছেন যে এই ধরনের ঘৃণ্য কাজ করতে রাজি হয়েছেন? বাড়িতে এই মহিলারাই নিজেদের স্বামীর কাছে মার খান, সেটারই বিরক্তি এইভাবে পোস্টারের উপর বের করছেন।’
https://www.instagram.com/p/CEypXZGAyhK/?igshid=1836qv99hoe8x
অপরদিকে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে শিবসেনার আইটি সেলের তরফে। থানের শ্রীনগরে এই মামলা দায়ের হয়েছে।
মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় কঙ্গনার উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শিবসেনা দল। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মতে অভিনেত্রী মুম্বই তথা শিবাজি মহারাজের অপমান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে। এমনকি ক্যামেরার সামনেই প্রকাশ্যে কঙ্গনাকে ‘হারামখোর’ বলেও গালিগালাজ করেন তিনি।
এখানেই থেমে থাকেনি গোটা বিষয়টা। শিবসেনার তরফে বলা হয় কঙ্গনা যদি মুম্বই ফেরেন তাহলে মেরে তাঁর মুখ ভেঙে দেওয়া হবে। মুম্বইয়ের রাস্তায় পোড়ানো হয় অভিনেত্রীর কুশপুতুলও। এতে অবশ্য দমেননি ‘পাঙ্গা’ অভিনেত্রী। পাল্টা তোপ দেগে তিনি বলেছেন ৯ সেপ্টেম্বরেই মুম্বই ফিরবেন তিনি। যার যা করার করে নিক।
এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কঙ্গনা রানাওয়াতকে বিশেষ ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এর জন্য ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কঙ্গনা রানাওয়াতের জন্য বিশেষ ‘Y’ লেভেল নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ৯ সেপ্টেম্বর মুম্বইতে পা রাখছেন কঙ্গনা। তার জন্যই নিরাপত্তার এত তোড়জোড়।
অভিনেত্রীর অভিযোগ এর পরেই বিএমসির তরফে লোক পাঠিয়ে ভাঙচুর করা হয় কঙ্গনার অফিস। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন কঙ্গনা। অফিসে বেআইনি নির্মাণের কাজ চলছে বলেও নোটিশ পাঠানো হয়েছে বিএমসির তরফে। কিন্তু কঙ্গনা জানান, লিকেজ ঠিক করার কাজ চলছিল তাঁর অফিসে।