বাংলাহান্ট ডেস্ক: সবে সবে স্বামী রাজ কুন্দ্রাকে (raj kundra) নিয়ে জনসমক্ষে আসার সাহস দেখিয়েছেন শিল্পা শেট্টি (shilpa shetty)। জীবন স্বাভাবিক ছন্দে ফিরছে ধীরে ধীরে। এরই মাঝে ফের বিপদ ঘনিয়ে এল রাজ শিল্পার পরিবারে। তাঁদের বিরুদ্ধে ১.৫১ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। গোটা ঘটনাটা নিয়ে হতভম্ব শিল্পা। তাঁর দাবি, প্রচারে আসার জন্য এই সব অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে।
শনিবার বান্দ্রা পুলিস স্টেশনে দায়ের করা হয়েছিল অভিযোগ। অভিযোগ উঠছে, ২০১৪ সালে এসএফএল ফিটনেস কোম্পানির ডিরেক্টর কাসিফ খান ওই ব্যবসায়ীকে আবেদন করেন কোম্পানিতে ১.৫১ টাকার বিনিয়োগ করতে। তাঁর সঙ্গে ছিলেন শিল্পা এবং রাজও। তাঁরা নাকি দাবি করেন এতে পরবর্তীকালে ব্যবসায়ীর লাভই হবে।
অভিযোগ অনুসারে, ওই ব্যবসায়ীকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল ফ্র্যাঞাইজি দেওয়া হবে তাঁকে, জিমও খুলতে পারবেন তিনি। কিন্তু কার্যক্ষেত্রে তার কিছুই হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীর। উপরন্তু তিনি যখন নিজের টাকা ফেরত চান তখন নাকি তাঁকে হুমকি দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০-বি, ৫০৬ এবং ৩৪ ধারা অনুযায়ী মামলা এফআইআর দায়ের হয়েছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা।
টুইটারে একটি বিবৃতিতে দিয়ে তিনি লেখেন, ‘ঘুম থেকে উঠেই দেখি রাজ ও আমার নামে এফআইআর দায়ের করা হয়েছে! আমি হতভম্ব। স্পষ্ট ভাবে বলতে, এসএফএল ফিটনেস কোম্পানিটা চালান কাশিফ খান। ব্র্যান্ড এসএফএল এর নামের স্বত্ব কেনা রয়েছে তাঁর। দেশজুড়ে এই নামে জিম রয়েছে তাঁর। সমস্ত চুক্তি তিনিই করেছেন, ব্যাঙ্কে সইও তাঁর নামে।
তাঁর কোনো আর্থিক লেনদেন নিয়ে আমাদের কোনো ধারনাই নেই। আমরা একটা পয়সাও পাইনি। সমস্ত ফ্র্যাঞ্চাইজি কাশিফের সঙ্গে চুক্তি করেছিল। ২০১৪ তে কোম্পানি বন্ধ হয়ে যায় আর সমস্ত কিছু কাশিফই চালনা করত।’ শিল্পার বক্তব্য, ২৮ বছর ধরে তিল তিল করে যে সম্মান তিনি গড়ে তুলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবটা ধ্বংস হয়ে যেতে দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাঁর। সবটা প্রচার পাওয়ার জন্য করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।