আইলিগের ব্যাস্ততার মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মোহনবাগান তারকা শিলটন পাল।

Published On:

এই মুহূর্তে মোহনবাগান পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে রয়েছে তাদের আই লিগ অভিযান নিয়ে। ইতিমধ্যেই আইলিগ অভিযান শুরু করে ফেলেছে মোহনবাগান সামনে রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগান টিম এখন সেদিকেই ফোকাশ করেছে আর এসবের মধ্যে মোহনবাগান তারকা শিল্টন পাল ব্যস্ত অন্য কাজে।

দীর্ঘ 15 বছর ধরে মোহনবাগানের খেলা শিল্টন পাল এবার বাঁধা পড়তে চলেছেন সাত পাকে। আগামী 11 ই ডিসেম্বর মোহনবাগানের তারকা গোলকিপার শিল্টন পাল এর বিবাহ অনুষ্ঠান। আর তাই এই মুহূর্তে চরম ব্যস্ত তিনি, শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছেন তিনি। পাত্রী সায়না মন্ডল।

দীর্ঘ 15 বছর ধরে মোহনবাগানে খেলার সুবাদে এই মুহূর্তে মোহনবাগান দর্শকদের কাছে নয়নের মনি হয়ে উঠেছেন শিল্টন পাল। মোহনবাগান দর্শকরা তাকে ঘরের ছেলে মনে করেন। আর তাই নিজের বিবাহ অনুষ্ঠানে মোহনবাগানের ছোঁয়া থাকবে না সেটা কোনদিনই সম্ভব নয়। রিসেপশন পার্টিতে থাকছে চিংড়ি মাছের নানা প্রকার আইটেম। সেই সাথে নিজের বিবাহ অনুষ্ঠানে শিল্টন পাল মেরুন রংয়ের শেরওয়ানি পরে হাজির থাকবেন। শিলটন নিজেই জানিয়েছেন যে তার বিয়ের শেরওয়ানি ওপরে বিশেষ ফ্যাশন ডিজাইনার দিয়ে ফুটবলে নানা প্রকার কারুকার্য তৈরি করা হয়েছে। যেমন: ফুটবলার শর্ট মারছেন, গোলকিপার ছাপিয়ে গোল বাচাচ্ছেন ইত্যাদি। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে বাগুইহাটির পাল বাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে।

সম্পর্কিত খবর

X