বাংলা হান্ট ডেস্কঃ হিমাচল প্রদেশের মানালির অটল টানেলের (Atal Tunnel) উদ্বোধনের পর এবার সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ দুটি ব্রিজের উদ্বোধন করা হল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মানালি-লেহ মার্গের মধ্যে দারচা-বরসি (Darcha Basri) আর পালচন ব্রিজের (Palchan Bridge) উদ্বোধন করেন। করোনা টেস্ট হওয়ার পর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর মোবাইলের মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়া দিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪৪ টি মুখ্য ব্রিজের উদ্বোধন করেছেন গতকাল। এছাড়াও তিনি নেচিপু সুড়ঙ্গের শিলন্যাস করেছেন। উনি গতকাল বলেন, এই ব্রিজ গুলো দেশে সীমান্তবর্তী এলাকায় উন্নত যোগাযোগ স্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গতকাল উদ্বোধন করা ৪৪ টি ব্রিজের মধ্যে দুটি ব্রিজ হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।
দারচায় ভাগা নদীতে ৩৬০ মিটার দীর্ঘ এই ব্রিজের দেশের দ্বিতীয় সবথেকে দীর্ঘ ব্রিজ। এই ব্রিজের নির্মাণের জন্য ২৭.২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বাধাহীন যাতায়াতের সাথে সাথে এই ব্রিজ অধিক মাল বহনের জন্যও তৈরি করা হয়েছে। দারচা লাহৌলে কি-লং থেকে ৩৩ কিমি দূর আর ১১ হাজার ২০ ফুট উচ্চতায় অবস্থিত। এই প্রকল্প সীমান্ত সড়ক সংগঠন দ্বারা পূরণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী মানালি-সোলং-লেহ রাজমার্গে ব্যাস নদীতে বানানো ১১০ মিটার পলচান ব্রিজের উদ্বোধন করেছেন। এই ব্রিজ ১২.৮৩ কোটি টাকা ব্যয় করে বানানো হয়েছে। অরুণাচল, সিকিম আর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরও নিজ নিজ রাজ্যের এই আয়োজনে যুক্ত হন।