প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জাপানের (Japan) প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে (shinzo abe) স্বাস্থ্যজনিত সমস্যার কারণে শুক্রবার নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। ৬৫ বছরে অ্যাবে বহুদিন ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। উনি এই মাসে দুবার ১৭ এবং ২৪ আগস্ট হাসপাতালেও গেছিলেন। এরপর থেকেই জাপানি মিডিয়াতে ওনার স্বাস্থ্য নিয়ে চর্চা চলছিল। স্থানীয় মিডিয়া অনুযায়ী, অ্যাবে চান নি যে ওনার শারীরিক অসুস্থতার কারণে দেশ এবং সরকারের কাজে কোনরকম প্রভাব পরুক। আর সেই কারণে উনি শুক্রবার প্রেস কনফারেন্স করে পদ ছাড়ার ঘোষণা করেন। আগস্ট মাসেই অ্যাবে প্রধানমন্ত্রী হিসেবে সাত বছর ছয় মাস সময় পূরণ করেছিলেন।

অ্যাবে দেশের শীর্ষ আসনে ২ হাজার ৮০৩ দিন ছিলেন। এর আগে এই রেকর্ড ওনার কাকা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইসাকু সেতোর নামে ছিল। শিনজো লিবেরাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। দেশে জারি করোনা মহামারীর পর নাগরিকরা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যাবের করা কাজ জানার দাবি করেছিল।

যদিও এরপরও অ্যাবে বিগত ৫০ দিন ধরে সরকারের কোন কাজে সামনে আসেন নি। ১৮ জুন বলা হয়েছিল যে, উনি নিজের আবাস থেকে মিডিয়ার সাথে কথা বলবেন, কিন্তু তখনও তিনি মিডিয়ার সামনে আসেন নি। ২৪ আগস্ট ক্যাবিনেটের সেক্রেটারি ইয়োশিহিড সুগা অ্যাবের স্বাস্থ্য নিয়ে চলা গুজব গুলোকে খারিজ করে দেন। উনি বলেছিলেন যে, অ্যাবে একদম সুস্থ আছে আর রুটিন চেকআপের জন্য হাসপাতাল যাচ্ছেন।

X