পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ প্রস্তুত করছে তুরস্ক, সেনা নাকি জঙ্গী কার হাতে যাবে এই যুদ্ধজাহাজ!

 

বাংলা হান্ট ডেস্ক :পাকিস্তানের অবস্থা এখন তথৈবচ একদিকে আন্তর্জাতিক চাপ। অন্যদিকে ভারতের মুহুর্মুহু চাপের বিদ্ধস্ত পাকিস্তানী সেনাবাহিনী। এদিকে পাকিস্তানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আবার চিনে তাদের নিজের সব লোকদের ওপর অত্যাচার চলছে।

সদ্য রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে ‘অঙ্গ চুরি’ নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে; ‘চায়না ট্রাইবুনাল’ নামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারের মদতেই জোর করে উইঘুর মুসলিম-সহ; অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হার্ট, কিডনি ও লিভার প্রতিস্থাপনের জন্য কেড়ে নেওয়া হচ্ছে; বলে দাবি জানিয়েছে ‘চায়না ট্রাইবুনাল’। সংগঠনটির আইনজীবী হামিদ সাবি এই বিষয়টি রাষ্ট্রসংঘে তোলেন। তিনি জানান; ইতিমধ্যেই কয়েকলক্ষ মানুষের অঙ্গ কেড়ে নেওয়া হয়েছে।

IMG 20191001 WA0019 1
প্রশ্ন উঠে পাকিস্তান যখন বিশ্ববাজারে প্রায় একঘরে তখন প্রায় কোণঠাসা অবস্থায় পড়ে রয়েছে তাদের ইমরান খান এর মধ্যে তারা একটু আশার আলো দেখছে তুরস্ককে নিয়ে যষ্টিমধু শেষ বন্ধু হিসেবে তুরস্কে তাদের একমাত্র সম্বল বর্তমানে হয়ে যাওয়া এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন বিশ্বের দশটি দেশ জাহাজ নির্মাণ শিল্পে খুবই উন্নত তুরস্ক তারমধ্যে একটি আর এই অনুষ্ঠানে তুরস্কের নৌবাহিনীর জন্যঅনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওই অনুষ্ঠানে তুরস্কের নৌবাহিনীর জন্য টিসিজি কিনালিয়াদা নামে একটি জাহাজের উদ্বোধন করা হয়। জাহাজটি এখন থেকে তুর্কি নৌঅনুষ্ঠানে এরদোগান বলেন, বন্ধুপ্রতিম পাকিস্তানের জন্য যে জাহাজ নির্মাণ শুরু হলো তা থেকে দেশটি উপকৃত হবে। ২০১৮ সালে পাকিস্তান নৌবাহিনী তুরস্কের কাছ থেকে চারটি জাহাজ কেনার জন্য চুক্তি সই করে।
সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে তুরস্ক পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছে। বাহিনীতে যুক্ত থাকবে

সম্পর্কিত খবর