বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, পঞ্জাব (Punjab) বিধানসভা ভোটে কংগ্রেস, বিজেপি এবং শিরোমণি অকালি দলকে পরাজিত করে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে আম আদমি পার্টি (Aam Admi Party)। পরবর্তীতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন ভগবন্ত মান (Bhagwant Mann)। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে চলেছে বিরোধী দলগুলি। সেই ধারা বজায় রেখে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal)।
ঠিক কি অভিযোগ এনেছেন শিরোমণি অকালি দল প্রধান? উল্লেখ্য, সম্প্রতি আট দিনের জন্য জার্মানি সফরে পৌঁছে গিয়েছিলেন ভগবন্ত মান। এক্ষেত্রে পঞ্জাবের জন্য বিনিয়োগ আনার উদ্দেশ্যেই তিনি জার্মানি গিয়েছিলেন বলে জানা যায়। তবে এর মাঝেই চাঞ্চল্যকর অভিযোগ এনে সুখবীর সিংয়ের দাবি, “জার্মানি থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী এতটাই মাতাল হয়ে পড়েন যে, তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এই অভিযোগ ঘিরে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
এদিন সুখবীর সিং বাদল একটি টুইট করে লেখেন, “বর্তমানে একটি ঘটনা সামনে এসেছে। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লুফৎহানসা বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। উনি এতটাই মাতাল হয়ে পড়েছিলেন যে, হাঁটার ক্ষমতা ছিল না। সেই কারণেই তাঁকে নামানো হয়। সারা বিশ্বের যত পঞ্জাবি রয়েছে, তাদের সকলকে বিব্রত করেছে এই ঘটনা।”
যদিও বর্তমানে বিরোধী দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি নেতৃত্ব। তাদের দাবি, “মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য বিরোধী দলগুলির তরফ থেকে ষড়যন্ত্র করা হয়ে চলেছে। এগুলি নোংরা কৌশল। ভগবন্ত মান পঞ্জাবে বিনিয়োগ আনার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তা এদের সহজে হজম হচ্ছে না। সেই কারণে চক্রান্ত করা হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, পঞ্জাব রাজনীতিতে একের পর এক বিতর্ক উঠে চলায় অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে আম আদমি পার্টির। কয়েকদিন পূর্বেই মুখ্যমন্ত্রী দাবি করেন, “জার্মান সংস্থা BMW রাজ্যে বিনিয়োগ করতে চলেছে। তবে পরবর্তীতে ওই সংস্থাটি সেই দাবি খারিজ করে দেয়। এরপর জার্মানি সফর থেকে রাজ্যে ফিরতেও দেরি করেন ভগবন্ত আর এবার শিরোমণি অকালি দল প্রধানের ‘মাতাল প্রসঙ্গ’ রাজ্য রাজনীতিতে বিতর্ক বহুগুনে বৃদ্ধি করলো বলেই মত সকলের।