বাংলাহান্ট ডেস্কঃ শুভেন্দু অধিকারীর পর ভাই সৌমেন্দু অধিকারীর পর এবার অধিকারী পিতা শিশির অধিকারী (sisir adhikari) এবং আরও এক ভাই দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari) কি করবেন? তারাও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? উঠে আসা একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ (dilip ghosh)।
কিছুদিন হল শুভেন্দু অধিকারী, তাঁর ভাই সৌমেন্দু অধিকারী সহ বেশকিছু হেভি ওয়েট তৃণমূল নেতৃত্বরা নাম লিখিয়েছে পদ্ম শিবিরে। নির্বাচনের আগে বেশ ভাঙ্গন দেখা গিয়েছে শাসক শিবিরে। তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে অধিকারী পিতা শিশির অধিকারী এবং আরও এক ভাই দিব্যেন্দু অধিকারী নাকি যোগ দিতে চলেছেন বিজেপি শিবিরে।
বেশকিছু দিন ধরে দলীয় নানা কর্মসূচীতেও তাদের দেখা যাচ্ছে না, মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত, এমনকি ৭টি প্রশাসনিক পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। তবে কি এবার বিজেপি শিবিরে নাম লেখানোর পালা?
ইকোপার্কের প্রাতঃভ্রমণ থেকে এপ্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘গত ৬ বছর ধরে আমরা শুনেছিলাম শুভেন্দু অধিকারী আসবেন। কিন্তু আসেননি। ওঁরা যা ইচ্ছে তাই করেছে ওদের পরিবারের সঙ্গে। ওটা প্রাইভেট প্রপার্টি, কোম্পানি। ওখানে কোন যোগ্য ব্যক্তিকে থাকতে দেয় না। ভদ্রলোক থাকতে পারেন না ওই পার্টিতে’।
তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘ওই পার্টিতে সদস্যদের কোন মান সম্মান নেই, তাদের অধিকার নেই। গণতন্ত্র নেই ওই পার্টির। তাই এখন সকলেই ওঁর বিকল্প খুঁজছেন। সবাই এখন বিজেপির ছত্রছায়ায় আসতে চাইছেন। শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন। কিন্তু বাকিরা কেন যাচ্ছেন, বুঝতে পারছেন?’
শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এখনও এবিষয়ে কোন খবর নেই। আর তাদের যোগদানের কোন প্রশ্নও নেই’।