৩১ বছর পর খুলল শ্রীনগরের শীতল নাথ মন্দির, মৌলবাদীদের হানায় হয়েছিল বন্ধ

বাংলা হান্ট ডেস্কঃ শ্রীনগরের শীতলনাথ মন্দির বিগত ৩১ বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। গতকাল মঙ্গলবার বসন্ত পঞ্চমীর অবসরে সেই মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। এই মন্দিরটি ইসলামিক মৌলবাদ আর হিন্দুদের কাশ্মীর ছেড়ে পলায়ন করার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মন্দির জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের হব্বা কদল অঞ্চলে অবস্থিত। মন্দিরটি তিন দশক পর খোলায় সেখানে বিশেষ পুজো অর্চনাও করা হয়েছিল।

মন্দিরে পুজো করতে যাওয়া এক ভক্ত বলেন, স্থানীয় মানুষ এই মন্দিরটি খোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার অনেকেই এটিকে নতুন জম্মু কাশ্মীরের কামালও বলেছেন। মন্দিরে পুজো করতে আসা এক ভক্ত বলেন, এই মন্দির খুলতে মুসলিমরাও সাহায্য করেছে অনেক। তিনি জানান, এখানে আশেপাশে অনেক হিন্দুরা ছিল, কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদের কারণে তাঁরা পালিয়ে যেতে বাধ্য হয়।

শীতল নাথ মন্দিরে পুজোর উদ্যোক্তাদের মধ্যে একজন জানান, স্থানীয় মানুষরা মন্দিরে সাফ-সাফাই করায় অনেক সাহায্য করেছিল। এর আগে প্রত্যকে বছরে এখানে পুজো হত। বাবা শীতল নাথের জয়ন্তী বসন্ত পঞ্চমীর দিনই হয়, আর এই কারণে সেই দিনই এই মন্দির দীর্ঘ ৩১ বছর পর খুলে দেওয়া হয়েছে। কাশ্মীরি পণ্ডিতরা যখন এখানে থাকত, তখন এই মন্দিরে রোজই পুজো হত।

বলে রাখি, এখন শীতল নাথ মন্দিরের আশাপাশে কোনও হিন্দু থাকেনা আর। রবীন্দ্র রাজদান নামের এক ব্যক্তি এই মন্দিরটি খোলার জন্য বড়সড় ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রবাবু জানান, ১৯৯১ সালে এই মন্দিরটি জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তিনি বলেন, তিন দশক আগে এখানে বসন্তি পঞ্চমীর দিনে মেলা বসত, অনেক দোকান আসত। কিন্তু ১৯৯১ এর পর এই মন্দির বন্ধ হয়ে যায়। তিনি বলেন, আমরা এখন আবারও সেই মন্দিরের গরিমা ফিরিয়ে আনতে চাই।


Koushik Dutta

সম্পর্কিত খবর