এবার ‘গোত্র’য় শিবপ্রসাদ-নন্দিতা… প্রকাশ্যে প্রথম ঝলক

 

বাংলা হান্ট ডেস্ক : সুনীল বাবু বলেছিলেন ধর্ম জিনিসটাকে নিয়ে আমি যতটা লিখতে পারতাম ততটা লিখিনা।শিব- নন্দিতা জুটির পরের পরিবেশন ধর্ম কথাই।আপনার ধর্ম কি? হিন্দু, মুসলিম নাকি খ্রিস্টান ওই জিগ্গাসে কোন জন…আসলে এটাই এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে। তুমি হিন্দু আমি মুসলিম এই প্রশ্নটা এখন সকলের মনে গেঁথে গিয়েছে। আসল ধর্ম যে মনুষত্ব তা প্রায় সকলেই ভুলতে বসেছে।

 

সোশ্যাল মিডিয়া দেখলেই যা সবচেয়ে বেশি টের পাওয়া যায়। এবার তাই উঠে আসছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন সিনেমায়। বৃহস্পতিবার তাঁরা ঘোষণা করলেন নতুন ছবি গোত্র-র। নাম শুনেই বুঝতে পারছেন বিষয়টা ঠিক কি হবে।

fdb27 img 20190621 wa0032

শুধু তাই নয়, বর্তমানের ধর্ম নিয়ে এই হানাহানি, হিংসা এসবই তাঁরা সিনেমায় তুলে ধরবেন। তাঁদের কথায় এই সময়ের প্রেক্ষিতে এর চেয়ে বেশি ভালো কোনও বিষয় আর হয় না। এই অগস্টেই আসছে গোত্র। যার প্রথম পোস্টার মুক্তি পেল বৃহস্পতিবার।

সম্পর্কিত খবর