বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হতে চলল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন লতা মঙ্গেশকর (lata mangeshkar)। গত মঙ্গলবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও কাবু বর্ষীয়ান গায়িকা। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।
শনিবারই চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, আপাতত আইসিইউতেই রাখা হবে সুরসম্রাজ্ঞীকে। রবিবার খবর মেলে অবস্থার অবনতি হয়েছে তাঁর। যদিও গায়িকা আশা ভোঁসলে (asha bhosle) জানিয়ে দিয়েছেন, এ খবর সত্যি নয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে আশা ভোঁসলে জানিয়েছেন, লতা জি তাঁদের পরিবারে মাতৃস্থানীয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে ভগবান শিবের পুজো করা হচ্ছে গায়িকার বাড়িতে। তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করছেন অনুরাগীরাও।
চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। সংবাদ সংস্থা পিটিআইকে চিকিৎসক জানিয়েছেন, এখনো আইসিইউতেই রয়েছেন তিনি। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হাসপাতাল থেকে এখন ছাড়া যাবে না গায়িকাকে। তাঁর জন্য প্রার্থনা করারও আর্জি জানিয়েছেন চিকিৎসক।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকরকর। জানা গিয়েছিল, লতা মঙ্গেকরের বয়স এবং আনুষঙ্গিক অসুস্থতার কথা মাথায় রেখেই তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। গায়িকার পরিবারের এক সদস্য জানিয়েছিলেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। করোনা রিপোর্ট পাওয়া মাত্রই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এরপরেই হাসপাতাল সূত্রে খবর মেলে, নিউমোনিয়া সংক্রমণও ধরা পড়েছে তাঁর, যে কারণে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। লতা মঙ্গেশকরের জন্য ককটেল থেরাপিরও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে খবর।