বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন নৌ সেনা মদন শর্মার (Madan Sharma) উপর হামলার ঘটনায় বিপাকে মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। প্রাক্তন নৌ আধিকারিকের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে মাঠে নেমে পড়েছে ভারতীয় সেনার প্রাক্তন অফিসাররা। প্রাক্তন নৌ সেনা মদন শর্মাকে মারধরের যোগ্য জবাব তারা শিবসেনার কর্মীদের দিতে প্রস্তুত।
ঘটনার বিবরণ
অভিযোগ উঠেছিল, প্রাক্তন নৌ সেনা মদন শর্মা হোয়াটস অ্যাপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি কার্টুন ফরওয়ার্ড করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন নৌ সেনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিবসেনা নেতা কমলেশ কদম ও তাঁর দলবলের বিরুদ্ধে।
সেনাদের প্রতিবাদ
এই ঘটনার প্রতিবাদে প্রাক্তন সেনার আধিকারিকরা এক বিবৃতি জারী করে লিখেছে, ‘আমরা ভারতের গর্বিত নাগরিক। ইতিহাস সাক্ষী আছে, যখন যখন দেশে সমস্যা সংকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন আমরা সবকিছুকে উপেক্ষা করে দেশের সুরক্ষায় নিয়োজিত রয়েছি। আমাদের এক প্রাক্তন কর্মীর সঙ্গে এই ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত এবং মর্মাহত। প্রাক্তন নৌ সেনা মদন শর্মাকে শিবসেনার সদস্যদের যেভাবে মারধর করেছে, তা অত্যন্ত লজ্জাজনক।
সেনারা সর্বদা পরিবার পরিজন ছেড়ে দিয়ে দেশের সুরক্ষার নিয়োজিত থাকে, দেশবাসীর সুরক্ষায় নিয়োজিত। ভারতীয় সেনাদের প্রতি সৈন্যদের মর্যাদা, সম্মান ভারতীয়দের অগ্রাধিকার হওয়া উচিত। সেখানে এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। এমনকি দোষীরা গ্রেপ্তার হওয়ার ১ মিনিটের মধ্যেই জামিন পেয়ে গেল। মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকার এখনও অবধি এই বিষয়ে কোন পদক্ষেপই গ্রহণ করেনি’।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর