বাংলাহান্ট ডেস্কঃ মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভার বাদল অধিবেশন শুরু আগেই বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) এক মন্তব্য নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। শিবসেনা (Shiv Sena) প্রসঙ্গে নিজের মনের ভাব প্রকাশ করায়, মহারাষ্ট্রের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত উঠেছে। তবে কি এবার বিজেপির (bjp) সঙ্গে জোট বাঁধতে চলেছে শিব সেনা?
মহারাষ্ট্রে বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে শিবসেনা নেতা সঞ্জয় রাউত সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘সঞ্জয় রাউত আদৌ কোন বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন কিনা, সে সম্পর্কে আমার কাছে এখনও অবধি কোন তথ্য নেই। তবে উনি সকালে একরকম বলে থাকেন, আর রাতে আর একরকম বলেন’।
তবে শিবসেনার সঙ্গে বিজেপির পুনরায় জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিবসেনা এবং বিজেপি কখনই আমরা একে অপরের শত্রু ছিলাম না। আমরা বন্ধু ছিলাম। তবে এখন মতের কিছুটা অমিল রয়েছে আমাদের মধ্যে। ওঁরা নির্বাচনে যাদের বিরুদ্ধে লড়াই করেছিল, নির্বাচনের ফল প্রকাশের পর সেই কংগ্রেস আর এনসিপির সঙ্গেই হাত মিলিয়ে সরকার গড়ে তুলেছে। আর আমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে। তবে রাজনীতিতে ‘কিন্তু’ এবং ‘যদি’র কোন জায়গা নেই। পরিস্থিতি অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত নিতে হয়’।
সোমবার থেকে শুরু হচ্ছে মহারাষ্ট্রে বিধানসভার বাদল অধিবেশন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সোমবার থেকে শুরু হতে চলা বিধানসভার বাদল অধিবেশনে সবচেয়ে কম সেশনের রেকর্ড গড়তে চাইবে সরকার। যার অর্থ বিধানসভায় কোন সদস্য যাতে মুখ খুলতেই না পারেন, সেই ব্যবস্থা করা’।