বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) সঙ্গে শিবসেনার (shiv sena) চাপানউতোর লেগেই রয়েছে। ক্রমাগত উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এবার কঙ্গনার উদ্দেশে তোপ দেগেছে শিবসেনা। অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে শিবসেনার আইটি সেলের তরফে। থানের শ্রীনগরে এই মামলা দায়ের হয়েছে।
মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় কঙ্গনার উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শিবসেনা দল। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মতে অভিনেত্রী মুম্বই তথা শিবাজি মহারাজের অপমান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে। এমনকি ক্যামেরার সামনেই প্রকাশ্যে কঙ্গনাকে ‘হারামখোর’ বলেও গালিগালাজ করেন তিনি।
এখানেই থেমে থাকেনি গোটা বিষয়টা। শিবসেনার তরফে বলা হয় কঙ্গনা যদি মুম্বই ফেরেন তাহলে মেরে তাঁর মুখ ভেঙে দেওয়া হবে। মুম্বইয়ের রাস্তায় পোড়ানো হয় অভিনেত্রীর কুশপুতুলও। এতে অবশ্য দমেননি ‘পাঙ্গা’ অভিনেত্রী। পাল্টা তোপ দেগে তিনি বলেছেন ৯ সেপ্টেম্বরেই মুম্বই ফিরবেন তিনি। যার যা করার করে নিক।
এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কঙ্গনা রানাওয়াতকে বিশেষ ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এর জন্য ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কঙ্গনা রানাওয়াতের জন্য বিশেষ ‘Y’ লেভেল নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ৯ সেপ্টেম্বর মুম্বইতে পা রাখছেন কঙ্গনা। তার জন্যই নিরাপত্তার এত তোড়জোড়।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা। টুইটে তিনি লেখেন, ‘এতে প্রমাণ হল কোনও ফ্যাসিবাদী এবার দেশভক্তের কণ্ঠরোধ করতে পারবে না। আমি অমিত শাহজির প্রতি কৃতজ্ঞ। উনি চাইলে এই পরিস্থিতিতে কিছুদিন পর আমাকে মুম্বই আসতে বলতেন। কিন্তু উনি ভারতের এক মেয়ের কথার মান রেখেছেন। আমার আত্মাভিমানের গুরুত্ব দিয়েছেন। জয় হিন্দ।’
https://twitter.com/KanganaTeam/status/1303205093257273346?s=19
অভিযোগ এর পরেই বিএমসির তরফে লোক পাঠিয়ে ভাঙচুর করা হয় কঙ্গনার অফিস। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন কঙ্গনা।