বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলা নিয়ে বিহার (bihar) ও দিল্লি (delhi) সরকারকে (government) তীব্র আক্রমণ শিবসেনার (shiv sena)। সুশান্তের আবেগটাকে রাজনেতিক স্বার্থ হিসাবে ব্যবহার করছেন বিহারের নীতিশ কুমার সরকার। আসন্ন লোকসভা নির্বাচনে এটাই তাঁর ব্রহ্মাস্ত্র বলেও কটাক্ষ করে শিবসেনা। পাশাপাশি তারা সাফ জানায় বিহার নয়, সুশান্তকে তৈরি করেছে মুম্বইই।
সুশান্তের মৃত্যুর পর বিহার পুলিসের তরফে তদন্ত শুরু হওয়ার পর থেকেই দুই সরকারেরমধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এমতাবস্থায় শিবসেনার মুখপত্র ‘সামনা’ তে নীতিশ কুমার সরকারকে একহাত নিয়ে লেখা হয়েছে, ‘সুশান্ত সিং মামলার বিষয়ে বিহার পুলিসের হস্তক্ষেপ করা উচিত নয়। গত কয়েক বছর ধরে সুশান্ত ছিল মুম্বইয়ের বাসিন্দা। মুম্বই গৌরবান্বিত করেছিল সুশান্তকে, বিহার নয়।’
এই প্রসঙ্গে দিল্লিকেও আক্রমণ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর বক্তব্য, সুশান্তের মৃত্যু নিয়ে বিহারের পাশাপাশি দিল্লিতেও রাজনীতি হচ্ছে। এসবই মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানেই শেষ নয়। এর আগে বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডেকে শোনা গিয়েছে মুম্বই পুলিসের সমালোচনা করতে। এবার তাঁর উদ্দেশে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন, গুপ্তেশ্বর পাণ্ডে বিজেপি বা JDU এর হয়ে আসন্ন বিহার নির্বাচনে দাঁড়াতে চান। তাই তিনি এসব করছেন বলে অভিযোগ শিবসেনা নেতার।
‘সামনা’তে কটাক্ষ করা হয়েছে সিবিআইকেও। সিবিআই কেন্দ্রীয় সংস্থা হলেও স্বাধীন ও নিরপেক্ষ না। পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্য সরকারই সিবিআইএর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।