একদিনেই পালটি! যোগীরাজ্যে ৪০৩-র বদলে ১০০ আসনে প্রার্থী দেবে শিবসেনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা আগামী বছর উত্তর প্রদেশে হতে চলা নির্বাচনে লড়াই করার ঘোষণা করেছে। কিন্তু কয়টি আসনে লড়বে, তা এখনও ঠিক করতে পারেনি শিব সৈনিকরা।

একদিকে যেমন শিবসেনার উত্তর প্রদেশের কার্যকারিণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, দল উত্তর প্রদেশের ৪০৩টি আসনে প্রার্থী দেবে। তখন আরেকদিকে, শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানালেন যে, দল ১০০ আসনের আশেপাশে নির্বাচনে লড়াই করবে।

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে আমরা ১০০ আসনের আশেপাশে প্রার্থী দিতে পারি। আর গোয়াতে আমরা ২০-র বেশি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

বলে দিই, উত্তর প্রদেশের শিবসেনার প্রধান ঠাকুর সিং শনিবার বলেছিলেন যে, উত্তর প্রদেশের বর্তমান সরকার রাজ্যের ব্রাহ্মণদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। আর দ্রব্যমূল্য বৃদ্ধি চরমে রয়েছে। এই কারণে আমরা রাজ্যের সমস্ত ৪০৩ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

X