বাংলা হান্ট ডেস্কঃ বুলডোজার বাবা নামে খ্যাত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজ বিরোধী, বাহুবলিদের সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার কারণেই উনি এই খেতাব পেয়েছেন। আর এবারের উত্তর প্রদেশ নির্বাচনে তাঁর এই নতুন নাম নিয়েই প্রচার চালিয়েছে বিজেপি। এখন, বুলডোজার বাবার অতীত। বর্তমানে ট্রেন্ড চলছে বুলডোজার মামার।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে রাজ্যের মানুষ মামা বলেই ডাকেন। আর এখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পথ অনুসরণ করছেন। মঙ্গলবার রাতলামের জাভরার শাহদোলে অপহরণ ও ধর্ষণের অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালিয়ে তিনি প্রমাণ করে দেন যে, এবার থেকে উত্তর প্রদেশের মতো মধ্য প্রদেশেও বুলডোজার চলবে।
শাহদোলে মঙ্গলবার সকালে ধর্ষণে অভিযুক্ত শাদাব খানের বাড়িতে বুলডোজার চালানো হয়। পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে পুরনো বস্তিতে তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়। এর প্রস্তুতি একদিন আগেই নেওয়া হয়েছিল। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হয়। এরপর শাদাবের স্ত্রী ও মা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন, বাড়িটি ভেঙে দিলে তারা গৃহহীন হয়ে পড়বে। যদিও, তাদের কথা শোনেনি প্রশাসন।
তবে, এটাই প্রথম না যে মধ্য প্রদেশে অপরাধী বা আসামীদের বাড়িতে বুলডোজার চলল। এর আগেও এক ধর্ষণে অভিযুক্তর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল শিবরাজ প্রশাসন। এবং একটি গ্রামে হিন্দুদের উপর অত্যাচার করা তাদের মিথ্যা মামলায় ফাঁসানো একদল বিশেষ সম্প্রদায়ের সমাজ বিরোধীদের বাড়িঘর এবং আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পুলিশ।