দিলীপ গড়ে জোর ধাক্কা! খড়্গপুর উপনির্বাচনে প্রার্থী দিল শিবসেনা

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি বনাম শিবসেনা লড়াই অব্যাহত কিন্তু এরই মধ্যে রাজ্যে বিজেপিকে টেক্কা দিতে এবং বিজেপির ভোট কাড়তে খাস তালুক দিলীপ ঘোষের ঘরে প্রার্থী দিল শিবসেনা। তাই তো এ বার উপনির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্রের প্রার্থী দেওয়া হয়েছে শিব সেনার তরফে। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে স্থানীয় ব্যবসায়ী দেবায়ন পতির নাম। 25 নভেম্বর তারিখে রাজ্যের তিন তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যার মধ্যে খড়্গপুর সদর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।480788245 bjp shiv sena 1200x675

যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সকলেই তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে এবার বিজেপিকে পাল্টা দিতে শিবসেনা কোমর বেঁধে মাঠে নেমেছে। যেহেতু গতবার এখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তৃণমূল জিততে পারেনি তাই খড়্গপুর কেন্দ্র ছিল বিজেপির দখলে। দিলীপ ঘোষ বিধায়ক হয়ে যাবার পর এই আসনটি ফাঁকা ছিল তাই উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হবে।

কিন্তু এই কেন্দ্রটি নিয়ে তৃণমূল থেকে বিজেপি থেকে কংগ্রেস সকলেরই আশা রয়েছে। খড়্গপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর শিবসেনার রাজ্য মুখপাত্র অশোক সরকার জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে এর আগে শিব সেনার তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি তবে এ বার খড়্গপুর বিধানসভা উপনির্বাচন দিয়েই বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়া শুরু করেছে তারা।

এর পর তিনি পুরসভা ভোট এবং একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থীর এবার কথাও ঘোষণা করেন। তবে করিমপুর এবং কালিয়াগঞ্জ থাকতে খড়্গপুর বিধানসভাকে কেন বেছে নেওয়া হলেও? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আঁচ পড়েছে এ বার রাজ্য বিধানসভা উপনির্বাচনে আর তাই বিজেপিকে কার্যত চাপে ফেলতে মরিয়া হয়ে উঠেছে শিবসেনা। তাই তো খড়্গপুরের মতো শক্ত ঘাঁটিকে বেছে নিয়েছে শিবসেনা।

সম্পর্কিত খবর