মুখ্যমন্ত্রীর পদে ফড়নবিশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল শিবসেনা কংগ্রেস ও এনসিপি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : শনিবার সকালেই মহারাষ্ট্রে ঝটকা দিয়েছে বিজেপি, দ্বিতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব পদ অলংকৃত করেছেন দেবেন্দ্র ফড়নবিশ এবং দ্বিতীয়বার আবারও মহারাষ্ট্রের সরকার গঠনের পথে হেঁটেছে বিজেপি। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন অজিত পাওয়ার আর এই মহা নাটক ঘিরে কার্যত ক্ষুব্ধ মহারাষ্ট্রের এনসিপি কংগ্রেস এবং শিবসেনা জোট।

তাই সকাল সকাল যখন রাষ্ট্রপতি শাসন উঠে গেল তখনই শিবসেনা এবং কংগ্রেসের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের ক্ষোভ সামলাতে না পেরে অবশেষে বিকেলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও শিবসেনা কংগ্রেস এবং এনসিপি একই সঙ্গে দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করলে তিন রাজনৈতিক দলের জোট।

এমনিতেই দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার এর ক্ষমতা দখল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে এই জোট ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। আস্থা ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়ে আহমেদ প্যাটেল বিজেপিকে নীল নয় বলেও আখ্যা দিয়েছে তবে এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে কংগ্রেস নেতা অশোক চৌহান অপমানিত হওয়ার আগে ফড়নবিসের পদত্যাগ করা উচিত বলে জানান

একই সঙ্গে অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ ও মহারাষ্ট্রের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, শনিবার সাত সকালে রাজভবনে গিয়ে ভগত সিং কেশিয়াড়ির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার যা ঘুণাক্ষরে টের পাইনি বারো ঘণ্টা আগেই কোনও দলও।

তবে মহারাষ্ট্রের সরকার নির্বাচন হওয়ার খবর ছড়াতেই যখন হইচই শুরু হয়েছে ঠিক তার পরেই দলের মধ্যে বিদ্রোহ হয়েছে, কিন্তু সেই ধাক্কা আমরা সামলে উঠব এমনটাই বলেছেন শরদ পাওয়ার।

X