তালিবানের সঙ্গে RSS এর তুলনা হিন্দু সংষ্কৃতির অপমান, জাভেদ আখতারকে তুলোধনা শিবসেনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তালিবানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তুলনা টেনে এবার শিবসেনারও বিরাগভাজন হলেন জাভেদ আখতার (javed akhtar)। এ ধরনের তুলনা হিন্দু সংষ্কৃতির অপমান, এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হল শিবসেনার মুখপত্র ‘সামনা’য়। এর আগে সন্ত্রাসবাদী তালিবানের সঙ্গে RSS এর তুলনা করায় বলিউড গীতিকার উদ্দেশে তীব্র তোপ দেগেছিল বিজেপি।

সামনায় কারোর নাম না করেই লেখা হয়, ‘আজকাল কিছু মানুষ যে কারোর সঙ্গে তালিবানের তুলনা করে দিচ্ছে, যেহেতু এরা সমাজ ও গোটা মানবসভ‍্যতার আতঙ্ক। পাকিস্তান এবং চিন গণতান্ত্রিক দেশ না হওয়ায় আফগানিস্তানে তালিবানদের মদত দিয়ে পুষ্ট করছে, কারণ এই দুই দেশে মানবাধিকার বলে কিছু নেই। কিন্তু আমরা গণতান্ত্রিক দেশ যেখানে একজন সাধারন মানুষের স্বাধীনতাকে সম্মান করা হয়। সেহেতু তালিবানের সঙ্গে RSS এর তুলনা টানা বড় ভুল। ভারত সব ক্ষেত্রেই খুব সহিষ্ণু।’


শিবসেনা মুখপত্রে আরো লেখা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পযিষদের মতো প্রতিষ্ঠানের কাছে হিন্দুত্ব একটা সংষ্কৃতি। তারা চায় হিন্দুদের অধিকারকে যেন খর্ব না করা হয়। সর্বোপরি মহিলাদের অধিকারের উপর কোনো বাধা তারা চাপায়নি কখনো। আফগানিস্তানের পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ। মানুষ ভয়ের চোটে দেশ ছেড়ে পালাচ্ছেন, মহিলাদের অধিকার দমিয়ে দেওয়া হচ্ছে।

নাম না করেই আখতারকে কড়া কটাক্ষ করে সামনায় লেখা হয়েছে, তালিবানের সঙ্গে সঙ্ঘের তুলনা গ্রহণযোগ‍্য নয়। ভারতে বেশিরভাগ মানুষই ধর্মনিরপেক্ষ। হিন্দুরা এদেশে সংখ‍্যাগুরু হলেও ভারত গর্বিত ধর্মনিরপেক্ষ।


সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে জাভেদ আখতার তালিবানের সঙ্গে RSS ও VHP র তুলনা টেনে বলেন, “তালিবানরা যেমন ইসলামিক স্টেট চায় ঠিক তেমনি এখানে কিছু মানুষ হিন্দু রাষ্ট্র চায়। হিন্দু হোক বা মুসলমান, খ্রিস্টান হোক তাদের সকলের মনোভাব একই। তালিবানরা বর্বর, কিন্তু যারা RSS, VHP ও বজরঙ দলকে সমর্থন করছে তারাও একই রকম।”

জাভেদ আখতারের এই মন্তব‍্যের পরেই বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে। বিজেপি বিধায়ক রাম কদম ঘোষনা করেছেন যতক্ষণ না জাভেদ আখতার ক্ষমা চাইছেন ততক্ষণ তাঁর কোনো ছবি মহারাষ্ট্রে মুক্তি পাবে না। মুম্বইয়ের এক আইনজীবীও গীতিকারের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন।

সম্পর্কিত খবর

X